নিউজ ডেস্ক:-
অধিকাংশ মানুষ কোচকেই বগি বলে থাকেন, আমরা যখন কোনো ট্রেনের লোড উল্লেখ করে ০৮/১৬, ১০/২০ অথবা ১৫/৩০ বলে থাকি অনেকেই সেটা বুঝতে পারেন না। তাই আজ আপনাদের জন্য বিষয়টি সহজে বুঝিয়ে বলার চেষ্টা করছি।
অধিকাংশ মানুষ কোচকেই বগি বলে থাকেন, আমরা যখন কোনো ট্রেনের লোড উল্লেখ করে ০৮/১৬, ১০/২০ অথবা ১৫/৩০ বলে থাকি অনেকেই সেটা বুঝতে পারেন না। তাই আজ আপনাদের জন্য বিষয়টি সহজে বুঝিয়ে বলার চেষ্টা করছি।
আমরা যেটাকে বগি বলি আসলে সেটি বগি নয় বরং সেটি হলো কোচ। কি ভড়কে গেলেন? কোচ হলো ট্রেনের কামরা যেখানে বসার আসন থাকে। কোচের মধ্যে বসে মানুষ যাতায়াত করে। অন্যদিকে বগিতে আমরা চড়ি। বগির উপরে কোচ থাকে। বগি আসলে তেমন কিছুই নয় স্রেফ কোচের চাকার সেট! জ্বী হ্যাঁ বগি মানে চাকার সেট।
একটি কোচের দুইপ্রান্তে ১ জোড়া চাকার সেট দেখতে পাওয়া যায়। এই ১ জোড়া চাকার সেট মিলেই তৈরি হয় একটি বগি। এরূপ একটি কোচে দুইটি করে বগি থাকে কোচের দুই প্রান্তে, যেটা কোচকে চলতে সাহায্য করে।
এখন আসা যাক লোড কি? লোড হলো একটি ট্রেনে কতগুলো কোচ এবং বগি রয়েছে তা বুঝায়। ০৮/১৬ লোড মানে ওই ট্রেনে ৮টি কোচ বা কামড়া রয়েছে এবং প্রতিটি কোচে ২ সেট করে বগি রয়েছে। তাই ৮ কোচের জন্য ১৬টি বগি রয়েছে।
পুরোটা সামারি করলে কি দাঁড়ায়? কোচ হলো ট্রেনের কামড়া এবং বগি হলো কোচের চাকার সেট। এবং প্রতিটি কোচে ২টি করে বগি থাকে তারমানে প্রতি কোচে ২ জোড়া চাকার সেট থাকে। লেখা রেলওয়ে ফেইসবুক পেইজ থেকে।