গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন, মাসুদ শেখ (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ শেখ (৪)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শেখ রাত ৯টার দিকে ছেলেকে নিয়ে জেলা সদর থেকে বাড়িতে ফেরে। এ সময় ঘরে ঢোকার আগেই বাড়ির উঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন।
ওসি মো. আনিচুর রহমান আরও বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এছাড়া পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
আহতদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন, মাসুদ শেখ (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ শেখ (৪)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ শেখ রাত ৯টার দিকে ছেলেকে নিয়ে জেলা সদর থেকে বাড়িতে ফেরে। এ সময় ঘরে ঢোকার আগেই বাড়ির উঠানে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন।
ওসি মো. আনিচুর রহমান আরও বলেন, ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এছাড়া পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।