বিনোদন ডেস্ক:
ওপার বাংলার গান গাইলেন কামরুজ্জামান রাব্বি। সম্প্রতি রাজধানীর মগবাজারে বাউল স্টুডিওতে গানটি রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে। গানটি লিখেছেন ওপার বাংলার ডা: অলোক পাত্র ও সুর করেছেন বাবলু ঘোষ এবং সঙ্গীতা আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ থেকে গানটির আয়োজন করেছেন সংগীত শিল্পী সৈকত বাবু।
গানটি সম্পর্কে সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বির কাছে জানতে চাইলে শিল্পী বলেন গানটির মধ্যে একটি মাটির টান আছে গানটি আমার খুব পছন্দ হয়েছে গানটি চেষ্টা করেছি গাওয়ার জন্য ও এই গানটি গাওয়ার জন্য আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন সৈকত বাবু।
সংগীতশিল্পী সৈকত বাবুর কাছে গানটি সম্পর্কে জানতে চাইলে বলেন বেশ কিছু গান আমাদের দেশের শিল্পী কে দিয়ে করাবেন এবং আমিও বেশ কিছু গান করবো। প্রথম গানটি কামরুজ্জামান রাব্বি ভাইকে দিয়ে শুরু করলাম এরপর একে একে অনেকের গান করবো। কিন্তু এই ভাইরালের যুগে সুস্থ কিছু গান করে যেতে চাই।