উত্তর পেরুর আন্দিয়ান পর্বতমালায় একটি বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
কাজামার্কা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বাসটি সোরোচুকো শহরের দিকে যাচ্ছিল। পথে এটি উল্টে ঢালের নিচে একটি নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারণ রাতে দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি মোটামুটি কাঁচা রাস্তা।
দুর্ঘটনার কাছের শহর সেলেনডিনের কমিশনার আলেকজান্ডার উরিয়ার্ট টেলিভিশনকে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এছাড়া বাসচালক সহ আরও ১৩ জন আহত হয়েছে।
কাজামার্কা অঞ্চলের প্রাদেশিক প্রসিকিউটর ওলগা বোবাডিলা স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বাসটি সোরোচুকো শহরের দিকে যাচ্ছিল। পথে এটি উল্টে ঢালের নিচে একটি নদীতে পড়ে যায়।
তিনি আরও বলেন, এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারণ রাতে দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি মোটামুটি কাঁচা রাস্তা।
দুর্ঘটনার কাছের শহর সেলেনডিনের কমিশনার আলেকজান্ডার উরিয়ার্ট টেলিভিশনকে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এছাড়া বাসচালক সহ আরও ১৩ জন আহত হয়েছে।