গাজীপুর প্রতিনিধিঃ-
সারাদেশের মত ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা ও টানা অবরোধে গাজায় সংকট সৃষ্টির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল শুক্রবার (২০) অক্টোবর জুমার নামাজের পর নগরীর ২২ং ওয়ার্ডের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়ক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়ে সমাবেশ করে।
একপর্যায়ে মিছিলগুলো বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। নগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা ও গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ, কোনাবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে, তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান ইসরায়েলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে।
দখলদার ইসরাইল রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মূছে ফেলে ফিলিস্তিনিদের ভূখণ্ড বুঝিয়ে দেয়ার জন্য বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এছাড়া বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেন শুকনা খাবার ঔষধ পাঠিয়ে ফিলিস্তিনের পাশে থাকার।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আবু যর গিফারী (রা:) মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন জালালী, মদিনাতুল মনোয়ারা মসজিদের ইমাম মাওলানা শামসুউদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ,হাফেজ সাইফুল ইসলাম,সজিব খন্দকার, মাওলানা আমিনুল ইসলাম সানাউল খান ইজাদুর রহমানসহ বিক্ষোভ মিছিলে আগত মুসল্লিরা।