রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
রামগঞ্জে জননী বাস চাপায় আবদুর রহিম (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় সড়কের উপর থাকা স্বাধীন বাংলা নামের তিনটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে দূর্ঘটনা কবলিত বাসটির ধাক্কায়।
আজ শনিবার বিকাল ৪টায় রামগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস চাপায় মৃত আবদুর রহিম রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের আবদুস সোবহান ব্যপারী বাড়ীর (চৌকিদার বাড়ী) মৃত আবুল খায়েরের ছেলে দুই সন্তানের জনক।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনটি (ঢাকা মেট্রো-জ ১৪২৫৮৯) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহনের তিনটি বাসকে ধাক্কা দিয়ে পথচারী আবদুর রহিমকে চাপা দেয়।
বাস চাপায় ঘটনাস্থলেই আবদুর রহিম মারা যান।
ঘটনার পর থেকে জননী বাস চালক পলাতক রয়েছে।
আবদুর রহিমের ভাই মোঃ সুমন জানান, জননী বাস চাপায় প্রতিনিয়ত প্রানহানির ঘটনা ঘটলেও কারো যেন কিছু করার নেই। রামগঞ্জ-বেগমগঞ্জ, নোয়াখালীর -মাইজদী থেকে জননী বাসগুলো আসা যাওয়া করলেও অধিকাংশ চালকের কোন লাইসেন্স নেই।
বেগমগঞ্জ থেকে জননী বাস রামগঞ্জে আসার পথিমধ্যে জয়াগ চাটখিল নামকস্থানে চালক নেমে গিয়ে চালকের সহকারীকে (হেল্পার) রামগঞ্জে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। এ কারনেই দূর্ঘটনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবদুর রহিমের লাশ উদ্ধার থানায় নিয়ে আসেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক সড়ক দূর্ঘটনায় আবদুর রহিম নামের একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।