বৈশাখের খরতাপের মধ্যেই চলছে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শুটিং। আর সেখানে এক অবাক কাণ্ড ঘটালেন অভিনেতা অক্ষয় কুমার। প্রখর রোদেও সূর্যের দিকে বুক চিতিয়ে বসে ছিলেন তিনি; যা দেখে হতবাক তার ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় কুমারের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অক্ষয় কুমার প্রচণ্ড এই গরমের মধ্যেও একটানা রোদে বসে আছেন।
অনেকের ধারণা, শুটিংয়ের আগে গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই তিনি সে সময় সান বাথ নিচ্ছিলেন।
আরসাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। যা ওই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে নিয়ে নির্মিত হয় ‘জলি এলএলবি টু’। মুক্তি পায় ২০১৭ সালে। এই সিনেমাও ব্যাপক প্রশংসিত হয়।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ সিনেমার শুটিং। এতে অক্ষয় কুমার ও আরসাদ ওয়ার্সির সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয় কুমারের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অক্ষয় কুমার প্রচণ্ড এই গরমের মধ্যেও একটানা রোদে বসে আছেন।
অনেকের ধারণা, শুটিংয়ের আগে গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই তিনি সে সময় সান বাথ নিচ্ছিলেন।
আরসাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। যা ওই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে নিয়ে নির্মিত হয় ‘জলি এলএলবি টু’। মুক্তি পায় ২০১৭ সালে। এই সিনেমাও ব্যাপক প্রশংসিত হয়।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ সিনেমার শুটিং। এতে অক্ষয় কুমার ও আরসাদ ওয়ার্সির সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমা।