নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে আক্রান্তও। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছেটানোর দাবি করলেও, ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বছরজুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ।
মানিকগঞ্জের শফিউদ্দীন মোল্লা। পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু।
এমন শারীরিক অবস্থা নিয়ে মানুষ রোজই আসছে মুগদা হাসপাতালেও। কেউ শনাক্ত হয়ে আসছে বা কেউ এসে ডেঙ্গুতে শনাক্ত হচ্ছেন। চলতি মে মাসের প্রথম দুই সপ্তাহে ভর্তি হন ১১৯ জন।
পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলে ডেঙ্গু রোগী ছিল ৬৮ জন। এ বছরের একই সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। আর এই সময়ে মারা গেছেন চারজন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. নিয়াতুজ্জামান বলেন, ‘এপ্রিল মাসে ২১৫ জনকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি মে মাসের এই সময় পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ১১৯ জনকে। হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।’
রোগীর সংখ্যা বাড়ছে এই তথ্য স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন বছরজুড়েই থাকছে ডেঙ্গু।
অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. শেখ দাউদ আদনান, সারা বছর জুড়ে ডেঙ্গু ছড়িয়ে থাকছে। যার ফলে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।
এদিকে, এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি।
উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশা মারার ওষুধ কিন্তু আমরা ঠিক করি না। আমরা কী ধরনের ওষুধ আনব তা বিভিন্ন বিভাগ মিলে ঠিক করে দেয়। ওষুধ আনার কার্যক্রম চলছে।’
দক্ষিণ সিটি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ ফজলে শামসুল কবির বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। ১ হাজার ৫০ জন মশক কর্মী। কেউ কাজে ফাঁকি দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ১২ মে পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৬০ জন।
মানিকগঞ্জের শফিউদ্দীন মোল্লা। পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু।
এমন শারীরিক অবস্থা নিয়ে মানুষ রোজই আসছে মুগদা হাসপাতালেও। কেউ শনাক্ত হয়ে আসছে বা কেউ এসে ডেঙ্গুতে শনাক্ত হচ্ছেন। চলতি মে মাসের প্রথম দুই সপ্তাহে ভর্তি হন ১১৯ জন।
পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলে ডেঙ্গু রোগী ছিল ৬৮ জন। এ বছরের একই সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। আর এই সময়ে মারা গেছেন চারজন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. নিয়াতুজ্জামান বলেন, ‘এপ্রিল মাসে ২১৫ জনকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি মে মাসের এই সময় পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ১১৯ জনকে। হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।’
রোগীর সংখ্যা বাড়ছে এই তথ্য স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন বছরজুড়েই থাকছে ডেঙ্গু।
অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. শেখ দাউদ আদনান, সারা বছর জুড়ে ডেঙ্গু ছড়িয়ে থাকছে। যার ফলে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।
এদিকে, এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি।
উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশা মারার ওষুধ কিন্তু আমরা ঠিক করি না। আমরা কী ধরনের ওষুধ আনব তা বিভিন্ন বিভাগ মিলে ঠিক করে দেয়। ওষুধ আনার কার্যক্রম চলছে।’
দক্ষিণ সিটি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ ফজলে শামসুল কবির বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। ১ হাজার ৫০ জন মশক কর্মী। কেউ কাজে ফাঁকি দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ১২ মে পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২ হাজার ৪৬০ জন।