নিজস্ব প্রতিবেদক:-
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে সবসময় দুর্দান্ত। তবে ঘরের মাঠের বিশ্বকাপে যেন তিনি হয়েছেন একেবারে বিধ্বংসী। খ্যাতি পেয়েছেন ‘হিটম্যান’ হিসেবে। রীতিমত ক্রিকেট ইতিহাসের রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভারতীয় ওপেনার। হাঁকাচ্ছেন ছক্কার পর ছক্কা।
রোববার (২২ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত শর্মা।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে ৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়লেন এই ওপেনার। কিউই বোলার ম্যাট হেনরির বলে বিশাল একটি ছক্কা হাঁকিয়ে ৫০ ছক্কার মাইলফলকে স্পর্শ করেন এই মারকুটে ব্যাটার।
ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে রেকর্ডটি করেছেন রোহিত। এ তালিকায় সবার প্রথমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (৫৮টি ছক্কা)। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল (৫৬টি ছক্কা)।
তবে এ তালিকায় শীর্ষে উঠার সুযোগ রয়েছে রোহিতের। এখন পর্যন্ত বিশ্বকাপের প্রথমপর্বের ৪টি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচগুলোতে মোট ৬টি ছক্কা হাঁকাতে পারলেই তিনি সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন তিনি।
চলতি বছরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫৩টি ছয়ের মার মেরেছেন রোহিত।
আজ ধর্মশালার মাঠে কিউইদের ছুড়ে দেওয়া ২৭৪ রানের নড়বড়ে লক্ষ্য তাড়া করতে শুরুটা দুর্দান্তভাবে করেছিল দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিংয়ে ৬৭ বল থেকে ৭১ রানের জুটি গড়েন তারা। মারকুটে ব্যাট করলেও ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা। ৪০ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরত যান ভারতীয় অধিনায়ক।
তার আগেই তিনি ভেঙে দেন বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও। এর আগে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ভিলিয়ার্স। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেইল। তিনি ছক্কা হাঁকিয়েছেন ৪৯টি।
বিশ্বকাপের আসর শুরুর দিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও এক অনবদ্য রেকর্ড নিজের করে নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছিলেন তিনি।
ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫টি ছক্কা হাঁকান রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফরম্যাট মিলিয়ে) ৫৫১ ইনিংসে সর্বোচ্চ ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন বিধ্বংসী এই ব্যাটার।