
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমান বন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে একটি লরি। এ ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির ধাক্কায় পানিতে পড়ে যান ৪ পথচারী। এক নারীসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমান নামে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে সাকিব নামে ৬ বছরের এক শিশু। ধারণা করা হচ্ছে পানিতে লরির নিচে চাপা পড়ে আছে শিশুটি৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ জানায়, একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় লরিটি। লরি চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লরির ধাক্কায় পানিতে পড়ে যান ৪ পথচারী। এক নারীসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালমান নামে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে সাকিব নামে ৬ বছরের এক শিশু। ধারণা করা হচ্ছে পানিতে লরির নিচে চাপা পড়ে আছে শিশুটি৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ জানায়, একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় লরিটি। লরি চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।