এ বছর জাতীয় কবি কাজী নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণীজন। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নাম ঘোষণা করেছে। যে চার জন পদক পাচ্ছেন তারা হলেন নজরুল সংগীতের গুণী শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।
রোববার (১৯ মে) উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি।
আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে রাজধানীর জাতীয় জাদুঘরে এই পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।
এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
রোববার (১৯ মে) উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি।
আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে রাজধানীর জাতীয় জাদুঘরে এই পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।
এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।