বল হাতে অনুশীলন শুরু করলেন তাসকিন আহমেদ। স্ক্যান রিপোর্ট ভালো আসার পর অপেক্ষা ছিলো বোলিং করার। পূর্ন রান আপে না হলেও ডালাসের নেটে ছোট রান আপে বোলিং করেছেন তাসকিন। দীর্ঘক্ষন সভা করেছেন বোলিং কোচ; ফিজিও আর চিকিৎসকের সাথে। দুই বারে হাতে গোনা কয়েকটা বোলিং করলেও স্বস্তি ছিলো তাসকিনের চোখে মুখে।
প্রথম দফায় মাত্র দু’টি বল করেন তাসকিন। সব সময় সাথে ছিলেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। এরপর বিশ্রাম। এরপর হাথুরুসিংহের সাথে বৈঠক করেন বোলিং কোচ। বিশ্রাম শেষে ফিজিও বায়েজিদ ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সেশন তাসকিনের সাথে। শ্যাডো বোলিং করে তাসকিন কিছু বোঝাতে চান।
এরপর আবারো বোলিং কোচেকে সাথে নিয়ে মূল কাজ শুরু। নেটে প্রায় এক ওভার বোলিং করলেন তাসকিন। কিছুটা গতি বাড়িয়ে ছোট রান আপে।। এবারে আত্মবিশ্বাসী তাসকিনের চোখে মুখে ছিলো স্বস্তি। সেই স্বস্তি এবার মাঠে ফেরানোর পালা। ১ম ম্যাচ থেকেই তাসকিন আহমেদের সার্ভিস পাওয়া হবে টাইগারদের জন্য বড় টনিক।
প্রথম দফায় মাত্র দু’টি বল করেন তাসকিন। সব সময় সাথে ছিলেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। এরপর বিশ্রাম। এরপর হাথুরুসিংহের সাথে বৈঠক করেন বোলিং কোচ। বিশ্রাম শেষে ফিজিও বায়েজিদ ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সেশন তাসকিনের সাথে। শ্যাডো বোলিং করে তাসকিন কিছু বোঝাতে চান।
এরপর আবারো বোলিং কোচেকে সাথে নিয়ে মূল কাজ শুরু। নেটে প্রায় এক ওভার বোলিং করলেন তাসকিন। কিছুটা গতি বাড়িয়ে ছোট রান আপে।। এবারে আত্মবিশ্বাসী তাসকিনের চোখে মুখে ছিলো স্বস্তি। সেই স্বস্তি এবার মাঠে ফেরানোর পালা। ১ম ম্যাচ থেকেই তাসকিন আহমেদের সার্ভিস পাওয়া হবে টাইগারদের জন্য বড় টনিক।