বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার খুনের অন্যতম দুই অভিযুক্ত আকতারুজ্জামান শাহীন ও সিয়াম পলাতক। কলকাতা সিআইডি ধারণা করছে, তারা নেপালে পালিয়ে গিয়ে থাকতে পারেন। তাদের খোঁজে লুকআউট নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। এর পাশাপাশি পলাতক দুই জনের খোঁজে নেপালে কলকাতা সিআইডির একটি টিম যেতে পারে।
এদিকে, নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেফটি ট্যাংক থেকে গত মঙ্গলবার সিআইডির ফরেনসিক দল তিন-চার কেজির মতো মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার করেছে। সেগুলো দেহাংশ কি না, জানতে ফরেনসিক পরীক্ষা করাচ্ছে সিআইডি। পরীক্ষায় দেহাংশ বলে প্রমাণিত হলে এমপি আনারের পরিবারের কোনো এক সদস্যের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করানো হবে।
এদিকে, ডিএনএ পরীক্ষার জন্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে ও ঢাকায় দায়ের করা মামলার বাদী মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতায় আসার কথা। জানা গেছে, উদ্ধার হওয়া বস্তু দেহাংশ হলে তিনি কলকাতায় আসবেন। ভারতে আসার ভিসা পেলেই তিনি দ্রুত কলকাতায় আসবেন।
পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের সূত্রে জানা গেছে, মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার হলেও মাথা বা অন্যান্য অংশ উদ্ধার হয়নি। সেগুলোও উদ্ধার করতে শাহীন ও সিয়ামকে আটক করতে হবে। তারা নেপাল পালিয়ে গেছেন। আত্মগোপন করে রয়েছে কি না, জানতে সিআইডির তদন্তকারী দল নেপাল যেতে পারে।
আনারের মেয়ে ডরিন কলকাতায় যাবেন:
উদ্ধার হওয়া মাংসপিণ্ড সদৃশ বস্তুগুলো এমপি আনোয়ারুল আজীম আনারের কি না, তার ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাবেন এমপির ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, উদ্ধারকৃত বস্তুগুলো ডিএনএ টেস্টে প্রমাণ হতে হবে। প্রমাণ না হওয়া পর্যন্ত আমার পরিবার মেনে নেবে না। বুধবার বেলা ১১টার দিকে তার মধুগঞ্জ বাজারের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে ডরিন এ কথা বলেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ফোন করে বিস্তারিত জানান। কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তার চাচা যাবেন। বুধবার রাত অথবা বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।
এদিকে, নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেফটি ট্যাংক থেকে গত মঙ্গলবার সিআইডির ফরেনসিক দল তিন-চার কেজির মতো মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার করেছে। সেগুলো দেহাংশ কি না, জানতে ফরেনসিক পরীক্ষা করাচ্ছে সিআইডি। পরীক্ষায় দেহাংশ বলে প্রমাণিত হলে এমপি আনারের পরিবারের কোনো এক সদস্যের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করানো হবে।
এদিকে, ডিএনএ পরীক্ষার জন্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে ও ঢাকায় দায়ের করা মামলার বাদী মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতায় আসার কথা। জানা গেছে, উদ্ধার হওয়া বস্তু দেহাংশ হলে তিনি কলকাতায় আসবেন। ভারতে আসার ভিসা পেলেই তিনি দ্রুত কলকাতায় আসবেন।
পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের সূত্রে জানা গেছে, মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার হলেও মাথা বা অন্যান্য অংশ উদ্ধার হয়নি। সেগুলোও উদ্ধার করতে শাহীন ও সিয়ামকে আটক করতে হবে। তারা নেপাল পালিয়ে গেছেন। আত্মগোপন করে রয়েছে কি না, জানতে সিআইডির তদন্তকারী দল নেপাল যেতে পারে।
আনারের মেয়ে ডরিন কলকাতায় যাবেন:
উদ্ধার হওয়া মাংসপিণ্ড সদৃশ বস্তুগুলো এমপি আনোয়ারুল আজীম আনারের কি না, তার ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাবেন এমপির ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, উদ্ধারকৃত বস্তুগুলো ডিএনএ টেস্টে প্রমাণ হতে হবে। প্রমাণ না হওয়া পর্যন্ত আমার পরিবার মেনে নেবে না। বুধবার বেলা ১১টার দিকে তার মধুগঞ্জ বাজারের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে ডরিন এ কথা বলেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ফোন করে বিস্তারিত জানান। কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এম এ রউফ ও তার চাচা যাবেন। বুধবার রাত অথবা বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।