বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত’র দল। শনিবার ১ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
নিউইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শুরু হবার পৌনে দু ঘন্টা আগেই আসে ঘোষণা।
এরআগে ডালাসের নেটে অনুশীলন করেছিলো টিম টাইগার্স। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত। নেটের বাইরে আলাদা করে অনুশীলন করেছেন দুই টপ অর্ডার ব্যাটার। এছাড়া লিটন যখন ব্যাট করছিলেন নেটে পেছনে কিপিং করছিলেন জাকের আলী অনিক। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ ও সাকিব।
এদিকে, বল হাতে ফিরেছেন তাসকিন। যদিও ছোট রান-আপে তাসকিনের পুরো রিদমে ফিরতে আরো কিছুটা সময় লাগবে তবে সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ম্যাচের আগে ১ জুন ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছেন শান্ত-লিটনরা।
নিউইয়র্কে নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিশ্বকাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শুরু হবার পৌনে দু ঘন্টা আগেই আসে ঘোষণা।
এরআগে ডালাসের নেটে অনুশীলন করেছিলো টিম টাইগার্স। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত। নেটের বাইরে আলাদা করে অনুশীলন করেছেন দুই টপ অর্ডার ব্যাটার। এছাড়া লিটন যখন ব্যাট করছিলেন নেটে পেছনে কিপিং করছিলেন জাকের আলী অনিক। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ ও সাকিব।
এদিকে, বল হাতে ফিরেছেন তাসকিন। যদিও ছোট রান-আপে তাসকিনের পুরো রিদমে ফিরতে আরো কিছুটা সময় লাগবে তবে সহ অধিনায়কের ফিট হওয়া নিঃসন্দেহে লাল সবুজ বাহিনীকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ম্যাচের আগে ১ জুন ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছেন শান্ত-লিটনরা।