রামগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি :
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ সংসদীয় আসন এর উন্নয়ন প্রতিক সাবেক এমপি লায়ন এমএ আউয়াল।
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষনার আগে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ রাজনীতি মাঠে উক্তাপ ড় ছড়াচ্ছন রামগঞ্জ তৃনমুল নেতাকর্মীরা।
বাংলাদেশ ইসলামি গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও প্রগতিশীল ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান লায়ন এমএ আউয়াল এর নেতা মিজানুর রহমান শেখ,নাজমুল হোসেন বাপ্পি, মোহাম্মদ হোসেন আহমেদ পাটোয়ারী বলেছেন লায়ন এমএ আউয়াল একজন দক্ষ যোগ্য,জনগণের কল্যাণ ও দেশের জন্য রাজনীতি করেছেন।
তিঁনি স্বাধীনতা পক্ষে একাত্তরের মুক্তির চেতনাকে নতুন প্রজন্ম কাছে আকৃষ্ট লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাজীবন স্বাধীনতা স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামীলীগের সাথে জোটগতভাবে রাজনীতি করেছেন। বাংলাদেশ ইসলামি গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান লায়ন এমএ আউয়াল এর নেতৃত্ব স্বাধীনতা স্বপক্ষে ১৫টি ইসলামি দল নিয়ে প্রগতিশীল ইসলামি গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।
তিঁনি বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি সরকার -বিরোধী দলের পরিস্থিতি মাঠে যখনি উত্তাল তখনি জামায়াত ইসলাম একটি সন্ত্রাসী দল, যে দল জনগণের কল্যানে রাজনীতি করেন না দেশে বেকায়দা ফেলতে চেষ্টা করছেন। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করে সারাদেশে জঙ্গি আর তালেবান সৃষ্টি করেছেন জামায়াত ইসলাম।
লায়ন এমএ আউয়াল জামায়াত নিবন্ধন বাতিল করতে মহামান্য হাইকোর্ট রিট পিটিশন মামলা করেছেন।
এবং তিঁনি সফলও হয়েছে।
আজকে সরকার বিরোধী - দলীয় মনোন্নয়নে লবিং কারণে লায়ন এমএ আউয়াল বিরুদ্ধে যড়যন্ত্র চলেছে। লায়ন এমএ আউয়াল জানান আমি শেখ হাসিনার নেতৃত্বে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনীতি করে আসছি সারাজীবন। আমার দল সারাজীবন স্বাধীনতা স্বপক্ষে রাজনীতি করবে।
আমি দেশের কল্যাণে, জনগণের কল্যাণ রাজনীতি করে আসতেছি।
আমার নির্বাচন এলাকায় সাধারণ মানুষের কল্যাণে এমপি থাকাকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে উন্নয়ন করেছি। আজকে পত্রিকা, টিভি,সোশ্যাল মিডিয়ার আমাকে রামগঞ্জ রুপকার হিসেবে শিরোনাম করেছে। রাজনীতি এর ছেয়ে বড় পাওয়ার মহান আল্লাহ পাক কাছে শোক রিয়া।
তিঁনি আরও বলেছেন আমি যাচ্ছি রামগঞ্জ উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে।
তিঁনি হৃদয় দিয়ে রামগঞ্জ বাসির উন্নয়ন কাজ করেছেন। শতাধিক প্রাথমিক বিদ্যালয়ন, ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪ টি দাখিল,ফাজিল,কামিল মাদ্রাসা, বহু কওমি, সুন্নিজামাত মাদ্রাসা দান-অনুদান দিয়েছেন।
রামগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ, দল্টা ডিগ্রি কলেজ পানপাড়া,জিয়াউল হক উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, পানপাড়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, জয়পুরা স্কুল এন্ড কলেজ, নারায়ণপুর স্কুল এন্ড কলেজের সবগুলো কলেজের দৃষ্টিনন্দন চতুর্থ তলা একাডেমি ভবন নির্মাণ করেছেন।
রামগঞ্জ শিক্ষাখাতে উন্নয়ন ও সড়ক নির্মাণ, সংস্কার মাধ্যমে লায়ন এমএ আউয়াল রামগঞ্জ বাসির জনসাধারণের মাঝে আইডল পরিনত হয়েছে।
মহাসড়ক,আন্তঃজেলা মহাসড়াক সহ ১০ হাজার কিলোমিটার অধিক গ্রামিন অবকাঠামো উন্নয়নে রাস্তা, ঘাট, ব্রিজ,কালভার্ট নির্মাণ করে রামগঞ্জ রুপকার হিসেবে খ্যাতি লাভ করেছে।
শিক্ষিক মার্জিত এ জনপ্রিয় মানুষকে নিয়ে সরকার দলের পথ ও এমপি বঞ্চিত হাতেগণা কয়েকজন নেতাকর্মী,বিরোধী দলের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা বঞ্চিতরা মিথ্যা টোল করার চেষ্টা করছেন।
লায়ন এমএ আউয়াল এর অনুসারীরা জানান
শিক্ষিত,মার্জিত গরীব মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন সাবেক এমপি লায়ন এমএ আউয়াল।
তিঁনি জাতীয় রাজনীতি করেছেন।
,প্রধান মন্ত্রী জননেত্রী শেখহাসিনা একনিষ্ট, স্নেহসম্বোধন হিসেবে ভালোবাসেন।
দেশে নৈরাজ্য সৃষ্টিকারী জামাত ইসলাম বাংলাদেশে যে তান্ডবলীলা ঘটিয়েছেন জনসাধারণের জানমাল নিরাপত্তা হুমকি দিচ্ছেন লায়ন এমএ আউয়াল দল তার কঠোর জবাব দিচ্ছেন বাংলাদেশ প্রগতীশীল ইসলামি ডেমোক্রেটিক দলের চেয়ারম্যান লায়ন এমএ আউয়াল।
রাজনৈতিক দূরদর্শী এ নেতা বাংলাদেশ আওয়ালীলীগের সভানেত্রী শেখহাসিনা নেতৃত্ব রাজনৈতিক সমসাময়িক সহ সরকারের উন্নয়ন, মেঘা প্রজেক্ট সহ বিরোধী দলের কুটনৈতিক দেশ-বিদেশের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার তীব্রপ্রতিবাদ করেছেন।
তিঁনি বাংলাদেশ ইসলামি গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান, প্রগতীশীল ১৫ টি ইসলামী দল নিয়ে জোট গঠন করেছেন। জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন তাঁর স্বাক্ষাতকার প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষে লায়ন এমএ রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। সে কারণে সোশ্যাল মিডিয়া আউয়াল সাহেবের বিরুদ্ধে অবস্থান করেছেন বিএনপি -জামাত ইসলাম।
আউয়াল ২০১৪ সালের ৫ই জানুয়ারি লক্ষ্মীপুর-১ রামগঞ্জ সংসদীয় আসনে তিন মাসের ব্যবধানে দুইবার ভোট করে এমপি নির্বাচিত হয়েছেন।
তাঁর সাথে তখনি জেলার আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
কয়েকটি কেন্দ্র হট্রগোলের কারণে হয়ে যায়। পরবর্তী উপ নির্বাচনে তিঁনি নির্বাচিত হয়েছেন।
তিঁনি এমপি রামগঞ্জ দৃষ্টি নন্দন কাজ করেছেন।যাহা সারাজীবন শেখ হাসিনার উন্নয়ন এ দৃশ্য রামগঞ্জ আপাময় জনসাধারণ মানুষের মনিকোটা স্থান করছেন।
শুধু দলীয় মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামীলীগ একটা মহল দলীয় কর্মসূচীতে লায়ন এমএ আউয়াল এর উন্নয়ন মূলক কাজের আলোচনা করছেন।
রাজনৈতিক কারণে আরেকটা গ্রুপ তাহা এড়িয়ে যান।
এমন মন্তব্য করেন ভাটরা ইউনিয়নের মোহাম্মদ সেলিম, দেলোয়ার হোসেন।
তাহারা বলেছেন রাজনীতি ডিগবাজি মাধ্যমে কে কাহাকে পিছনে ফেলে সামনে আসার চেষ্টা করছেন। তবে যোগ্য অযোগ্য বিবেচনাতো দরকার এ মহুর্তে।
তাহারা বলেছেন লায়ন এমএ আউয়াল জোটের মনোনয়ন এ মহুর্তে প্রয়োজন। রামগঞ্জ রাজনীতি পরিস্থিতি ও জনগণের স্বার্থে আওয়ামীলীগ প্রয়োজনে এমপি হিসেবে লায়ন এমএ আউয়াল বিকল্প নেই।