ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে।
রোববার (২ জুন) রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পর শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১২টা পর্যন্ত শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো ছিল।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন রওনা হয়েছে। বিকল্প ইঞ্জিনটি আওলিয়ানগর স্টেশন পর্যন্ত চলে এসেছে। সেটি এসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হবে।
রোববার (২ জুন) রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার পর শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১২টা পর্যন্ত শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো ছিল।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন রওনা হয়েছে। বিকল্প ইঞ্জিনটি আওলিয়ানগর স্টেশন পর্যন্ত চলে এসেছে। সেটি এসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হবে।