নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের ফাটলে বস্তা গুজে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। ওই ফাটল দিয়েই আব্দুলপুরগামী ঢালারচর ট্রেনটি ঝুঁকি নিয়ে লাইনের ফাটল অতিক্রম করে।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লোকমানপুর মাড়িয়া রেলগেট এলাকায় এই ফাটলের ঘটনা ঘটে। হাত দিয়ে সিগনাল দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা আব্দুলপুরগামী ঢালারচর ট্রেন থামিয়ে দিলে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেন এবং যাত্রীরা। পরে ফাটল স্থানে বস্তা দিয়ে ট্রেন পারাপার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই পথ দিয়ে লোকজন চলাচলের সময় রেললাইনে ফাটল দেখতে পান। ধীরে ধীরে ওই খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার অনেকেই ঘটনাস্থলে গিয়ে জড়ো হন। পরে রাজশাহী থেকে ঢালারচর ট্রেনকে আসতে দেখে সাবাই মিলে হাত ও লালকাপড় দিয়ে সিগনাল দিলেও ট্রেনটির চালক বুঝতে না পেরে ওভাবেই ওই স্থান পার হয়ে যায়।
ফাটল স্থান অতিক্রম করার পর ট্রেনটি থামিয়ে দেন চালক। তবে কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
রেলওয়ে পশ্চিামাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ফাটল রেললাইনে কাজ করা চলছে। আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লোকমানপুর মাড়িয়া রেলগেট এলাকায় এই ফাটলের ঘটনা ঘটে। হাত দিয়ে সিগনাল দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা আব্দুলপুরগামী ঢালারচর ট্রেন থামিয়ে দিলে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেন এবং যাত্রীরা। পরে ফাটল স্থানে বস্তা দিয়ে ট্রেন পারাপার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই পথ দিয়ে লোকজন চলাচলের সময় রেললাইনে ফাটল দেখতে পান। ধীরে ধীরে ওই খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার অনেকেই ঘটনাস্থলে গিয়ে জড়ো হন। পরে রাজশাহী থেকে ঢালারচর ট্রেনকে আসতে দেখে সাবাই মিলে হাত ও লালকাপড় দিয়ে সিগনাল দিলেও ট্রেনটির চালক বুঝতে না পেরে ওভাবেই ওই স্থান পার হয়ে যায়।
ফাটল স্থান অতিক্রম করার পর ট্রেনটি থামিয়ে দেন চালক। তবে কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
রেলওয়ে পশ্চিামাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ফাটল রেললাইনে কাজ করা চলছে। আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে।