গ্রুপ ‘বি’র হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রানে থামে ইংলিশদের ইনিংস।
ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে দূর্দান্ত শুরু করে আস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ৩৯ রান করা ওয়ার্নার আউট হলে ভাঙে সেই জুটি। জোফরা আর্চারের বলে ফেরেন আরেক ওপেনার ট্রাভিস হেডও। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৪ রান।
এরপর দেখেশুনে খেলতে থাকা মিচেল মার্শের পথের কাটা হন লিভিংস্টোন। অজি অধিনায়ক করেন ৩৫ রান। আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন ২৮ রান করা ম্যাক্সওয়েল। শেষ দিকে স্টয়নিসের ৩০ ও ওয়েডের ১৬ রানের ক্যামিওতে ২০১ রান সংগ্রহ করে অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৩ রান। এরপরই খেই হারায় ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলে যায় ব্যাক ফুটে। জস বাটলারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। শেষদিকে মঈন আলী-হ্যারি ব্রুক’রা চেষ্টা করলেও ১৬৫ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।
ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে দূর্দান্ত শুরু করে আস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ৩৯ রান করা ওয়ার্নার আউট হলে ভাঙে সেই জুটি। জোফরা আর্চারের বলে ফেরেন আরেক ওপেনার ট্রাভিস হেডও। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৪ রান।
এরপর দেখেশুনে খেলতে থাকা মিচেল মার্শের পথের কাটা হন লিভিংস্টোন। অজি অধিনায়ক করেন ৩৫ রান। আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন ২৮ রান করা ম্যাক্সওয়েল। শেষ দিকে স্টয়নিসের ৩০ ও ওয়েডের ১৬ রানের ক্যামিওতে ২০১ রান সংগ্রহ করে অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৩ রান। এরপরই খেই হারায় ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলে যায় ব্যাক ফুটে। জস বাটলারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। শেষদিকে মঈন আলী-হ্যারি ব্রুক’রা চেষ্টা করলেও ১৬৫ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।