কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) বিকালে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুরা হলো, একই এলাকার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা সন্তান ইলমা মণি (৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা। তিনি জানান, বিকালে ইলমা ও আদিবা বাড়ির উঠানে খেলছিল। খেলার সময় স্বজনদের অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুর পাড়ে যায়। একপর্যায়ে দুইজনই পুকুরে পানিতে পড়ে যায়। স্বজনরা দুই শিশুকে বাড়ীর উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুইজনকে স্থানীয় মসজিদের পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ব্যাপারে স্বজনদের কাছ থেকে কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নিহত ওই শিশুরা হলো, একই এলাকার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা সন্তান ইলমা মণি (৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা। তিনি জানান, বিকালে ইলমা ও আদিবা বাড়ির উঠানে খেলছিল। খেলার সময় স্বজনদের অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুর পাড়ে যায়। একপর্যায়ে দুইজনই পুকুরে পানিতে পড়ে যায়। স্বজনরা দুই শিশুকে বাড়ীর উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুইজনকে স্থানীয় মসজিদের পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ব্যাপারে স্বজনদের কাছ থেকে কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।