মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইট পর্ব। আজ বুধবার (১৯ জুন) রাতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও ৪ ম্যাচে ৩ জয় পেয়ে উঠেছে সুপার এইটে।
সুপার এইটে বাংলাদেশ কী করবে? কয়টি ম্যাচ জিততে পারে? সেখানে প্রশ্ন রাখা হয়– ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ কয়টি ম্যাচ জিতবে বলে মনে করেন?’
সবচেয়ে বেশি ভোট পড়েছে ২টি জয়ের বাক্সে। ৩৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। অর্থাৎ ভোট প্রদানকারীর মধ্যে সর্বাধিক মানুষ মনে করে, বাংলাদেশ সুপার এইটে ২টি জয় পাবে। ‘বাংলাদেশ একটিও জয় পাবে না’, এমনটা মনে করেন ৩১ শতাংশ ভোটার। আর শুধু একটি জয়ের পক্ষে ভোট দিয়েছে ১৯ শতাংশ ভোটার। সবচেয়ে কম ভোট পড়েছে ৩টি জয়ের বাক্সে।
পোলটিতে একদিনে ভোট পড়েছে ২২ হাজার। অপশন ছিল চারটি– ‘৩টি জয়’, ‘২টি জয়’, ‘১টি জয়’ এবং ‘একটিও না’। সবচেয়ে বেশি ভোটদাতা মনে করেন, বাংলাদেশ সুপার এইটে ২টি জয় পাবে।
দুটি জয় পাওয়া কি আদতেই সম্ভব টাইগারদের পক্ষে? একটু দেখে নেয়া যাক, কবে ও কাদের বিপক্ষে সাকিব-তামিমরা খেলবে। সুপার এইটে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ জুন অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ছটায়। ২২ জুন একই ভেন্যুতে রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। আর ২৫ জুন শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে সকাল সাড়ে ছটায় শান্তরা মুখোমুখি হবে আফগানিস্তানের। গ্রুপ ‘২’-এ আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
সুতরাং দুটি জয়ের পক্ষে ভোটদাতারা সম্ভবত মনে করছেন, বাংলাদেশ জয় পাবে আফগানিস্তানের বিপক্ষে (এমনিতেই আফগানদের বিপক্ষে আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান ভালো)। আরেকটি জয় কাদের বিপক্ষে আসতে পারে? অস্ট্রেলিয়া, নাকি ভারত? অনেকেই হয়তো ভাবছেন, ভারত। অজিদের বিপক্ষে হেরে গেলেও ভারতের বিপক্ষে দল গর্জে উঠবে এবং জয় ছিনিয়ে আনবে, এমনটাই হয়তো তাদের আশাবাদ।
এখন অপেক্ষা, এটাই দেখার। বাংলাদেশ কি দুটি ম্যাচ জিততে পারবে? দুই ম্যাচ জিতলে এবং রানরেট ভালো থাকলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন উঁকিও দিতে পারে। তখন হয়তো দখিনের বন্ধ জানলাটা খুলেও যেতে পারে। কে জানে?
সুপার এইটে বাংলাদেশ কী করবে? কয়টি ম্যাচ জিততে পারে? সেখানে প্রশ্ন রাখা হয়– ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ কয়টি ম্যাচ জিতবে বলে মনে করেন?’
সবচেয়ে বেশি ভোট পড়েছে ২টি জয়ের বাক্সে। ৩৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। অর্থাৎ ভোট প্রদানকারীর মধ্যে সর্বাধিক মানুষ মনে করে, বাংলাদেশ সুপার এইটে ২টি জয় পাবে। ‘বাংলাদেশ একটিও জয় পাবে না’, এমনটা মনে করেন ৩১ শতাংশ ভোটার। আর শুধু একটি জয়ের পক্ষে ভোট দিয়েছে ১৯ শতাংশ ভোটার। সবচেয়ে কম ভোট পড়েছে ৩টি জয়ের বাক্সে।
পোলটিতে একদিনে ভোট পড়েছে ২২ হাজার। অপশন ছিল চারটি– ‘৩টি জয়’, ‘২টি জয়’, ‘১টি জয়’ এবং ‘একটিও না’। সবচেয়ে বেশি ভোটদাতা মনে করেন, বাংলাদেশ সুপার এইটে ২টি জয় পাবে।
দুটি জয় পাওয়া কি আদতেই সম্ভব টাইগারদের পক্ষে? একটু দেখে নেয়া যাক, কবে ও কাদের বিপক্ষে সাকিব-তামিমরা খেলবে। সুপার এইটে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ জুন অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ছটায়। ২২ জুন একই ভেন্যুতে রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। আর ২৫ জুন শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে সকাল সাড়ে ছটায় শান্তরা মুখোমুখি হবে আফগানিস্তানের। গ্রুপ ‘২’-এ আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
সুতরাং দুটি জয়ের পক্ষে ভোটদাতারা সম্ভবত মনে করছেন, বাংলাদেশ জয় পাবে আফগানিস্তানের বিপক্ষে (এমনিতেই আফগানদের বিপক্ষে আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান ভালো)। আরেকটি জয় কাদের বিপক্ষে আসতে পারে? অস্ট্রেলিয়া, নাকি ভারত? অনেকেই হয়তো ভাবছেন, ভারত। অজিদের বিপক্ষে হেরে গেলেও ভারতের বিপক্ষে দল গর্জে উঠবে এবং জয় ছিনিয়ে আনবে, এমনটাই হয়তো তাদের আশাবাদ।
এখন অপেক্ষা, এটাই দেখার। বাংলাদেশ কি দুটি ম্যাচ জিততে পারবে? দুই ম্যাচ জিতলে এবং রানরেট ভালো থাকলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন উঁকিও দিতে পারে। তখন হয়তো দখিনের বন্ধ জানলাটা খুলেও যেতে পারে। কে জানে?