নাটোরের লালপুরে পদ্মার চরে বাদামের জমিতে দেখা মিলেছে চারটি বিষধর রাসেলস ভাইপার সাপের। এ সময় মাসহ চারটি বাচ্চা রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেন কৃষকরা।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে বাদামের জমিতে বিষধর এ সাপের দেখা মেলে।
স্থানীয়রা জানায়, শনিবার পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। ওই সময় হঠাৎ বিশাল একটি মা রাসেলস ভাইপার সাপ দেখতে পান তারা। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর সেখানে আরও সাপ আছে কি না তা খুঁজতে গেলে একপর্যায়ে ওই স্থানে আরও ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে সেওগুলোকেও পিটিয়ে মেরে ফেলেন কৃষকরা। এ খবর শুনে আশপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসেন। তবে ওই ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু গণমাধ্যমকে জানান, পদ্মার চরে আগেও রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়েছে। অনেকদিন পর আবার চরে এই রাসেলস ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার নসাড়া চরে বাদামের জমিতে বিষধর এ সাপের দেখা মেলে।
স্থানীয়রা জানায়, শনিবার পদ্মার চরে বাদামের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। ওই সময় হঠাৎ বিশাল একটি মা রাসেলস ভাইপার সাপ দেখতে পান তারা। পরে চরে বাদাম তুলতে আসা কয়েকজন কৃষক মিলে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর সেখানে আরও সাপ আছে কি না তা খুঁজতে গেলে একপর্যায়ে ওই স্থানে আরও ৩টি বাচ্চা সাপ দেখতে পেয়ে সেওগুলোকেও পিটিয়ে মেরে ফেলেন কৃষকরা। এ খবর শুনে আশপাশের মানুষ মৃত সাপগুলোকে দেখতে ছুটে আসেন। তবে ওই ঘটনার পর জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু গণমাধ্যমকে জানান, পদ্মার চরে আগেও রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। কয়েক বছর আগে এ সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়েছে। অনেকদিন পর আবার চরে এই রাসেলস ভাইপার সাপের দেখা মিললো। কৃষকরা তিনটি বাচ্চাসহ একটি মা সাপকে পিটিয়ে মারে।