মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’র অভিযোগে দেশটির পরিবেশমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য এক সপ্তাহ হেফাজতে রাখা হয়েছে তাকে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম মালায় মেইল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।
মালদ্বীপের জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। দেশটিতে প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ রয়েছে। তাই ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী।
মালদ্বীপের জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। দেশটিতে প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ রয়েছে। তাই ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে।