৭টি নতুন তেল ও গ্যাসফিল্ডের সন্ধান পেয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে দুটি তেল, একটি এরাবিয়ান লাইট তেলের মজুদাগার, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাসের রিজার্ভার।
সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স এবং এমটি কোয়ার্টারে পাওয়া গেছে এসব সম্পদ। ইস্টার্ন প্রভিন্সে পাওয়া গেছে দুটি তেলক্ষেত্র এবং একটি রিজার্ভার।
অন্যদিকে, এমটি কোয়ার্টারে পাওয়া গেছে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র এবং দুটি রিজার্ভার। ল্যাডাম-২ থেকে দিনে ৫ হাজার ১শ’ ব্যারেল তেল উত্তোলনের পর ইস্টার্ন প্রভিন্সে ‘ল্যাডাম’ নামে একটি অপ্রচলিত তেলক্ষেত্রের সন্ধান মিলেছে।
তাছাড়া, ‘আল ফারুক-৪’ থেকে দিনে ৪ হাজার ৫শ’ ৫৭ ব্যারেল আরব আলট্রা লাইট তেল উত্তোলনের পর ‘আল ফারুক’ অপ্রচলিত তেলক্ষেত্র আবিষ্কার হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত ক্ষেত্রগুলোর মধ্যে দুটি তেল, একটি এরাবিয়ান লাইট তেলের মজুদাগার, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাসের রিজার্ভার।
সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স এবং এমটি কোয়ার্টারে পাওয়া গেছে এসব সম্পদ। ইস্টার্ন প্রভিন্সে পাওয়া গেছে দুটি তেলক্ষেত্র এবং একটি রিজার্ভার।
অন্যদিকে, এমটি কোয়ার্টারে পাওয়া গেছে দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র এবং দুটি রিজার্ভার। ল্যাডাম-২ থেকে দিনে ৫ হাজার ১শ’ ব্যারেল তেল উত্তোলনের পর ইস্টার্ন প্রভিন্সে ‘ল্যাডাম’ নামে একটি অপ্রচলিত তেলক্ষেত্রের সন্ধান মিলেছে।
তাছাড়া, ‘আল ফারুক-৪’ থেকে দিনে ৪ হাজার ৫শ’ ৫৭ ব্যারেল আরব আলট্রা লাইট তেল উত্তোলনের পর ‘আল ফারুক’ অপ্রচলিত তেলক্ষেত্র আবিষ্কার হয়।