গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজায় এ নিয়ে পরপর দুই দিনে দুটি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। দুটি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
‘আরেকটি দিন, আরেকটি মাস। আরেকটি স্কুল বিমান হামলা ইসরায়েলের’ ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলেছেন।
এ নিয়ে স্কুলে বিমান হামলায় সর্বমোট ১৬ জন নিহত ও ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা বলেছেন, যখন যুদ্ধ শুরু হয়, আমরা স্কুলগুলি বন্ধ করে দিয়েছিলাম এবং সেগুলো ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত ইউএনআরডব্লিউএ-র মোট ১৯৪ জন কর্মী নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজায় এ নিয়ে পরপর দুই দিনে দুটি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। দুটি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
‘আরেকটি দিন, আরেকটি মাস। আরেকটি স্কুল বিমান হামলা ইসরায়েলের’ ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলেছেন।
এ নিয়ে স্কুলে বিমান হামলায় সর্বমোট ১৬ জন নিহত ও ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা বলেছেন, যখন যুদ্ধ শুরু হয়, আমরা স্কুলগুলি বন্ধ করে দিয়েছিলাম এবং সেগুলো ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত ইউএনআরডব্লিউএ-র মোট ১৯৪ জন কর্মী নিহত হয়েছেন।