শিক্ষকদের কর্মবিরতির আজ ৯ম দিন। সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভূক্তির দাবিতে, সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন হয়েছে দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষাঙ্গন। ক্যাস্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম। এতে করে হাজার হাজার শিক্ষার্থী সেশনজটের ঝুঁকিতে পড়েছেন।
গতকাল সোমবার (৮ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। ‘প্রত্যয়’ স্কিম থেকে মুক্তি চেয়ে শিক্ষকরা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একইদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এদিকে, কোটা বাতিলের দাবিতেও আন্দোলনে নেমেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে কার্যত অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ই।
শিক্ষকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষাঙ্গন। ক্যাস্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম। এতে করে হাজার হাজার শিক্ষার্থী সেশনজটের ঝুঁকিতে পড়েছেন।
গতকাল সোমবার (৮ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। ‘প্রত্যয়’ স্কিম থেকে মুক্তি চেয়ে শিক্ষকরা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একইদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এদিকে, কোটা বাতিলের দাবিতেও আন্দোলনে নেমেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে কার্যত অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ই।