ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সোমবার (৮ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মিলার জানান, নরেন্দ্র মোদিকে স্পষ্ট করে জানানো হয়েছে ওয়াশিংটনের উদ্বেগের কথা। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, জাতিসংঘ সনদ ও ইউক্রেনের সার্বোভৌমত্বের প্রতি পুতিন প্রশাসনের যে, সম্মান থাকা উচিৎ- সে বিষয়টিতে ভারত আলোকপাত করবে।
সোমবারই দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীকে নিজের সরকারি বাসভবন ঘুরিয়ে দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেখানে মোদির সফর উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়দৌঁড়।
জানা যায়, দুদিনের এ সফরে দু’পক্ষের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা ইস্যুতে আলোচনা হবে। গুরুত্ব পাবে, ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রসঙ্গও।
মিলার জানান, নরেন্দ্র মোদিকে স্পষ্ট করে জানানো হয়েছে ওয়াশিংটনের উদ্বেগের কথা। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, জাতিসংঘ সনদ ও ইউক্রেনের সার্বোভৌমত্বের প্রতি পুতিন প্রশাসনের যে, সম্মান থাকা উচিৎ- সে বিষয়টিতে ভারত আলোকপাত করবে।
সোমবারই দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীকে নিজের সরকারি বাসভবন ঘুরিয়ে দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেখানে মোদির সফর উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়দৌঁড়।
জানা যায়, দুদিনের এ সফরে দু’পক্ষের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা ইস্যুতে আলোচনা হবে। গুরুত্ব পাবে, ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রসঙ্গও।