''ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাখাওয়াত হোসেন (৫০) নামের এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু ,
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আ লিক মহাসড়কের
ফুলবাড়ী পৌরশহরের ছোট যমুনা নদীর ব্রিজের পূর্বপার্শ্বে মন্ত্রী মার্কেটের সামনে ঘটনাটি ঘটেছে''
,
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় রিকশা ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাখাওয়াত হোসেন (৫০) নামের এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নিহত শাখাওয়াত হোসেন উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ঘাটপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শাখাওয়াত হোসেনের ভাতিজি বন্যা বেগম বলেন, চাচা শাখাওয়াত হোসেনসহ তারা দুইটি ব্যাটারি চালিত ভ্যান যোগে ফুলবাড়ী পৌরশহরের গৌরীপাড়াস্থ ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন।
মন্ত্রী মার্কেটের সামনে আসা মাত্র একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন শাখাওয়াত হোসেনের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শাখাওয়াত হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী শাহ জামানসহ বলেন, শাখাওয়াত হোসেন ভ্যান থেকে ছিটকে পড়লে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকার নিচে পড়ে যান।
এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার জন্য ট্রাক চালক কোনোভাবেই দোষি নন।
তবে শাখাওয়াত হোসেনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা ট্রাক চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করা হবে।