দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও বিএনপির সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার ১৮ লাখ ৩৫ হাজার কোটি ঋণ নিয়েছেন, পাচার করেছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ঘনিষ্ঠদের কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন, যাতে বিপদে পড়লে তিনি সেই টাকার ভাগ নিতে পারেন।