শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সুবিধা করতে পারেননি বোলাররাও। বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে ১০ রান তুলে তারা। তবে পরের ওভারেই রান আউটে কাটা পড়েন অভিষেক শর্মা। সিঙ্গেল নেওয়ার জন্য একটু বেশিই বেরিয়ে গিয়েছিলেন তিনি, মিড উইকেটে দাঁড়ানো হৃদয় সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। ৭ বলে ১৬ রান এসেছে তার ব্যাট থেকে।
অভিষেকের বিদায় রান রেটে প্রভাব ফেলতে পারেনি। তিনে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশি বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে সূর্যের ঝড় থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরে পড়েন সূর্যকুমার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৯ রান।
আরেক ওপেনার সাঞ্জু স্যামসনও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। মেহেদি মিরাজের বলে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ২৯ রান করেছেন তিনি।৮০ রানে ৩ উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও নিতিশ কুমার। দুজনে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। হার্দিকের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৯ রান। নিতিশ অপরাজিত ছিলেন ১৬ রান করে।এর আগে ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসে নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তবে পরের বলেই রীতিমতো আত্মহত্যা করলেন এই ওপেনার! অফ স্টাম্পের অনেক বাইরের ফুল লেংথের বল টেনে এনে স্লগ সুইপ করেন লিটন। বল উঠে যায় সোজা উপরে। রিঙ্কু সিং নিয়েছেন সহজ ক্যাচ। ২ বলে ৪ রানেই থেমেছেন লিটন।