রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও বহিরাগতদের দিয়ে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের প্রতিবাদ করায় নিজ সংগঠনের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল আমান।
গত রোববার কলেজের ইন্টারমিডিয়েট পর্যায়ের এক শিক্ষার্থীকে মারধর ও সংগঠনের কিছু নেতাকর্মীর অপকর্মের প্রতিবাদ করায় তাকে বেদম মারধর করা হয়েছে।
রফিকুল আমান অভিযোগ করে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল আহমেদ এবং কর্মী জামিল, ফয়সাল, শুভ ও সাদ আধিপত্য বিস্তারের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ করিয়েছে। তারা বহিরাগতদের কলেজে এনে পরিবেশ নষ্ট করছেন। মাদক বিক্রি, সেবন ও শিক্ষার্থীদের ওপর মারধরের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছেন। এটি বিএনপির নির্দেশের লঙ্ঘন। অভিযুক্তরা সবাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অনুসারী।
এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুল আমান। তিনি সিদ্ধেশরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল আহমেদসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান। মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অদ্যাবধি কোনো দৃশ্যমান ব্যবস্থা হয়নি বলে জানান আমান। অবশ্য ঘটনার সময়কার ভিডিও ফুটেজেও তাকে মারধর করতে দেখা গেছে।