কামাল মীর/পটুয়াখালী জেলা প্রতিনিধি :
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫. ৯৫ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি বলেন, দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪.৩৬ শতাংশ। গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩.৯৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এবার।
এ ছাড়া I চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাসের হার ৮২.৯৪ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৭৯.০২ শতাংশ।
সবার শেষে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৭৪.৮২ শতাংশ। তবে বিগত বছরের থেকে এবারে সব জেলায় গড় পাসের হার বেড়েছে।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ। এরপর মানবিক পাসের হার ৭৯ দশমিক ১৮ ও ব্যবসায়ী বিভাগে পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ।
এ ছাড়া জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ২৯২ জন জিপিএ-৫ পেয়েছে। আর মানবিক বিভাগ থেকে ১ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছে।