স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বেশ অনেক আগেই স্মার্ট গ্যাজেট নির্মাণে মনোযোগ দিয়েছে। একের পর এক স্মার্টওয়াচ আনছে সংস্থাটি। এবার নিয়ে আসছে তাদের স্মার্ট ব্যান্ড সিরিজের নতুন একটি স্মার্ট ব্যান্ড। শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো।
স্মার্টওয়াচটি একটি অত্যাধুনিক ফিটনেস ট্র্যাকার, যা ব্যবহারকারীদের স্বাস্থ্য এবং ফিটনেস পর্যবেক্ষণের জন্য নানা ধরনের সুবিধা নিয়ে আসে। এই স্মার্ট ব্যান্ডটি ডিজাইন, ফিচার এবং প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত। এতে ১.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি উজ্জ্বল এবং স্পষ্ট, যা সূর্যের আলোতেও ভালোভাবে দেখা যাবে। ব্যান্ডের বডি নির্মাণে উচ্চমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, ফলে এটি টেকসই এবং আরামদায়ক।
এটির অন্যতম প্রধান ফিচার হলো ফিটনেস ট্র্যাকিং। স্মার্ট ব্যান্ডটি ১০০টিরও বেশি স্পোর্টস মোড সমর্থন করে, যেমন দৌড়ানো, সাইক্লিং, সুইমিং এবং আরও অনেক কিছু। এটি আপনার হার্ট রেট, স্টেপ কাউন্ট, ক্যালোরি বার্ন এবং ঘুমের মান পর্যবেক্ষণ করে। ইন-বিল্ট জিপিএস থাকায় আপনি বাইরে দৌড়ানোর সময় আপনার অবস্থান ট্র্যাক করতে পারবেন।
শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য খুব সহজে সংগ্রহ করতে সক্ষম। এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং, SpO2 সেন্সর এবং ঘুমের ট্র্যাকিংয়ের সুবিধা প্রদান করে। এছাড়া এটি স্ট্রেস লেভেল ট্র্যাকিং এবং মেডিটেশন গাইডের মতো স্বাস্থ্য সচেতনতা ফিচারও সরবরাহ করে।
এটি ব্লুটুথ ৫.২ প্রযুক্তি সমর্থন করে, ফলে সহজেই স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। আপনি বার্তা, কল এবং অন্যান্য নোটিফিকেশন দেখতে পারবেন। এতে মিউজিক কন্ট্রোল ফিচারও রয়েছে, যা আপনার স্মার্টফোনের মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ব্যাটারি লাইফের দিক থেকেও শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো অসাধারণ। এটি একবার চার্জে প্রায় ১৪ দিন পর্যন্ত চলতে পারবে। দ্রুত চার্জিং ফিচারের কারণে, ব্যান্ডটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। খুব শিগগির বাজারে আসতে চলেছে স্মার্ট ব্যান্ডটি।
সূত্র: গিজমোর চায়না
স্মার্টওয়াচটি একটি অত্যাধুনিক ফিটনেস ট্র্যাকার, যা ব্যবহারকারীদের স্বাস্থ্য এবং ফিটনেস পর্যবেক্ষণের জন্য নানা ধরনের সুবিধা নিয়ে আসে। এই স্মার্ট ব্যান্ডটি ডিজাইন, ফিচার এবং প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত। এতে ১.৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি উজ্জ্বল এবং স্পষ্ট, যা সূর্যের আলোতেও ভালোভাবে দেখা যাবে। ব্যান্ডের বডি নির্মাণে উচ্চমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, ফলে এটি টেকসই এবং আরামদায়ক।
এটির অন্যতম প্রধান ফিচার হলো ফিটনেস ট্র্যাকিং। স্মার্ট ব্যান্ডটি ১০০টিরও বেশি স্পোর্টস মোড সমর্থন করে, যেমন দৌড়ানো, সাইক্লিং, সুইমিং এবং আরও অনেক কিছু। এটি আপনার হার্ট রেট, স্টেপ কাউন্ট, ক্যালোরি বার্ন এবং ঘুমের মান পর্যবেক্ষণ করে। ইন-বিল্ট জিপিএস থাকায় আপনি বাইরে দৌড়ানোর সময় আপনার অবস্থান ট্র্যাক করতে পারবেন।
শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য খুব সহজে সংগ্রহ করতে সক্ষম। এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিং, SpO2 সেন্সর এবং ঘুমের ট্র্যাকিংয়ের সুবিধা প্রদান করে। এছাড়া এটি স্ট্রেস লেভেল ট্র্যাকিং এবং মেডিটেশন গাইডের মতো স্বাস্থ্য সচেতনতা ফিচারও সরবরাহ করে।
এটি ব্লুটুথ ৫.২ প্রযুক্তি সমর্থন করে, ফলে সহজেই স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। আপনি বার্তা, কল এবং অন্যান্য নোটিফিকেশন দেখতে পারবেন। এতে মিউজিক কন্ট্রোল ফিচারও রয়েছে, যা আপনার স্মার্টফোনের মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ব্যাটারি লাইফের দিক থেকেও শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো অসাধারণ। এটি একবার চার্জে প্রায় ১৪ দিন পর্যন্ত চলতে পারবে। দ্রুত চার্জিং ফিচারের কারণে, ব্যান্ডটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। খুব শিগগির বাজারে আসতে চলেছে স্মার্ট ব্যান্ডটি।
সূত্র: গিজমোর চায়না