নোয়াখালীর সেনবাগে মাছের প্রজেক্টে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। নিহতের চাচাতো ভাই আবদুল কাদের জানান, জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের মাছ বিক্রির পর সকালে আবার পানি ভরাট করার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়েছিলেন, এসময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।