কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে এক যুবদল নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে উপজেলার জগতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়দের কাছে ‘ফেন্সি কামাল’ নামে পরিচিত। অপর দুই জন হলেন- দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়।বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। কামাল হোসেনের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়।বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। কামাল হোসেনের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।