বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো ঢাকা দক্ষিণ সিটির ৪৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
র্যাব জানায়, দেশব্যাপী কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার ওপর অমানবিক নির্যাতন চালায়।
ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা আক্রমণকারীদের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন। মামলার বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় র্যাব-১০-এর একটি অভিযানিক দল সেলিমসহ অন্য আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
র্যাব জানায়, দেশব্যাপী কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার ওপর অমানবিক নির্যাতন চালায়।
ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা আক্রমণকারীদের বিরুদ্ধে দুইটি মামলা করেছেন। মামলার বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় র্যাব-১০-এর একটি অভিযানিক দল সেলিমসহ অন্য আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।