এস এম সোহেল /বিনোদন রিপোর্ট: লোকসংগীত আমার ধ্যান ও জ্ঞান,বিশ্বের দরবারে লোক সংগীত ছড়িয়ে দিতে চাই, পাশাপাশি প্রান সংগীতের সঙ্গে আজীবন থাকতে চাই। কথাগুলো সময়ের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মোঃ শাহীন হোসেনের। মিডিয়া অঙ্গনের সবার প্রিয় মুখ শাহীনের পুরো নাম মোঃ শাহীন হোসেন। যিনি টেলিভিশন লাইভ ও স্টেজ শোতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া যার অর্জনের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সম্মাননা। পেয়েছেন লোক সংগীতে ২০১৭ সালে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ লোক সংগীত শিল্পী হিসাবে ও জাতীয় পুরস্কার। কণ্ঠশিল্পী শাহীন বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা নিয়মিত পল্লীগীতি ও লালন সংগীত কন্ঠ শিল্পী হিসাবে যুক্ত আছেন এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কন্ঠ শিল্পী হিসাবে এবং বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের তালিকা ভুক্ত সংগীত শিল্পী হিসাবে যুক্ত আছেন। এছাড়াও তিনি সদস্য হিসাবে যুক্ত আছেন বাংলাদেশে মিউজিশিয়ানস ফাউন্ডেশনে। এবং বাংলাদেশ বাউল সমিতির একজন নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে কাজ করছেন এই শিল্পী। দেশ এবং দেশের বাহিরে অসংখ্য মঞ্চ অনুষ্ঠানে সংগীত শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করে আসছেন তিনি, এছাড়া দীর্ঘ ৮ বছর ঢাকার সুনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ সংগীত শিক্ষক হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। এবং সংগীত নৃত্য ও অকংন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। কণ্ঠশিল্পী শাহীনের জন্ম ও বেড়ে ওঠা যশোহর জেলার বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুড়া গ্রামে। শৈশব থেকেই গানের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। কণ্ঠশিল্পী শাহীন ছোট বেলা থেকে যশোরের চিত্রা সংগীত একাডেমি, মাইকেল সংগীত একাডেমি ও তির্যক একাডেমি সহ অসংখ্য সংগীত প্রতিষ্ঠানে সংগীত শিক্ষা গ্রহণ করেছেন। তার গানের ওস্তাদদের মধ্যে রনজিত ভৌমিক বিপুল, কালিপদ রায়, অখিল বিশ্বাস, মঞ্জুর কাদের মঞ্জু, শ্যামল মিত্র সহ রয়েছেন আরো অনেকে। শিক্ষা জীবনে এই শিল্পী নওয়াপাড়া বাঘুটিয়া বিভাগদী ম্যাধমিক বিদ্যালয় থেকে এস এস সি,সরকারি শহীদ সিরাজউদ্দীন হোসেন কলেজ খাজুরা থেকে এইচ এস সি এবং সরকারি সংগীত কলেজ আগারগাঁও( ঢাকা) থেকে লোক সংগীতে বি মিউজ ডিগ্রি এবং এম মিউজ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তার কভার ও মৌলিক গানের মধ্যে অন্যতম গান' দুই চাকার গাড়ি','আমার চলবে কত কাল, ও নদীয়ার চাঁদ' উল্লেখযোগ্য। লালন সংগীতর মধ্যে রয়েছে 'নাজনিয়া পাড়ি দিয়া নদীর মাঝ খানে ডুবাই ভারা' গানটি এই শিল্পীর নিজের লেখা ও সুরে রয়েছে বেশ কয়েকটি মৌলিক গান এর মধ্যে উল্লেখযোগ্য গান 'এক স্বপ্ন দেখবো বলে তোমায় ভালোবেসেছি'। সঙ্গীত নিয়ে স্বপ্ন কি জানতে চাইলে শাহীন আরো বলেন, আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই, গান আমার জিবনের সাথে মিশে আছে,শ্রোতাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই,বাংলা গানকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাই, এছাড়া আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গানের ওস্তাদের প্রতি যারা আমাকে আজ কণ্ঠশিল্পী শাহীন বানিয়েছেন, সবার দোয়া কামনা করছি।