মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশ থানাধীন বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাসা থেকে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ মোহম্মদপুরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিনজন সক্রিয় ডাকাত সদস্য, পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও তিনজন পেশাদার চোরকে গ্রেফতার করে। এছাড়া ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শিহাব হাওলাদার (২৫), ২। মোঃ শুভ (২৩), ৩। মোঃ আব্বাস মির (২৪), ৪। মোঃ রাকিব (২৩), ৫। মোঃ লিটন (১৮), ৬। মোঃ রানা (২৭), ৭। মোঃ রনি (২২), ৮। মোঃ ওমর ফারুক (২৯), ৯। মোঃ সালাউদ্দিন আহম্মেদ লিটন (৪৫), ১০। মোঃ আসাদ (২১), ১১। মোঃ তমাল হোসেন (২২), ১২। রবিন (২০) ও ১৩। নাহিদ (২১)।
অন্যদিকে ২৯ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প, ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ হিরা (২৮), ২। মোঃ সজীব (১৪), ৩। মোঃ লিটন (৩১), ৪। মোঃ মিঠুন (৩০), ৫। মোঃ রাজু (৩০), ৬। মোঃ ইয়াছিন (২০) ও ৭। মোঃ মুন্না (২০) । এ সময় তাদের হেফাজত হতে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।