মাদারীপুরে আড়াই হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশা। এরমধ্যে কাঁচা রাস্তা ব্যবহারকারীদের ভোগান্তির শেষ নেই। দীর্ঘদিন মেরামত না হওয়ায় ইটের সড়কগুলোও পরিণত হয়েছে মরণ ফাঁদে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এমন পরিস্থিতির কথা বার বার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও শিগগিরই সরেজমিন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস দিয়েছে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী।
মাদারীপুরের ডাসার উপজেলার দেলোরবাজার-দর্শনা সড়কটির মাইজপাড়া থেকে বাদামতলা ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের খুবই করুণ অবস্থা। কাঁচা রাস্তার সঙ্গে যতটুকু ইটের সোলিং রয়েছে তাতেও সৃষ্টি হয়েছে খানাখন্দক। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়।
এদিকে সদর উপজেলার পশ্চিম মাদ্রা থেকে ঘুনঘারকুল ৬ কিলোমিটার এলাকার পুরোটাই মাটির রাস্তা। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে ভ্যান ও ইজিবাইক চলাচল। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। গ্রামীণ অধিকাংশ সড়কেরই একই অবস্থা।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানালেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ পথচারী, এলাকাবাসী ও জনপ্রতিনিধি।এলজিইডি অফিস সূত্র জানায়, মাদারীপুরের ৫টি উপজেলায় ২ হাজার ৩৬ কিলোমিটার কাঁচা রাস্তা ও ইটের সড়ক রয়েছে ৪৪৯ কিলোমিটার। আর ১ হাজার ৬০৮ কিলোমিটার পাকা ও ৮১ কিলোমিটার ঢালাই সড়ক রয়েছে। এগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি।
পশ্চিম মাদ্রা গ্রামের কোহিনূর বেগম বলেন, আমাদের এলাকার রাস্তাটির খুব বাজে অবস্থা। শুকনো মৌসুমে হাঁটাচলা করা গেলেও বৃষ্টির দিকে পুরো সড়কেই কাঁদা হয়ে যায়। এতে চলাচলের আর কোন অবস্থাই থাকে না। জরুরিভিত্তিতে এখানে একটি পাকা সড়ক প্রয়োজন।
ঝাউদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আসাদ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমাদের এলাকার সড়কটির কোন উন্নয়ন হয়নি। ডিজিটাল যুগে এমন কাঁচা রাস্তা থাকে এটা আমাদের বোধগম্য নয়। একটি পাকা সড়কের জন্য এলাকায় হাজার হাজার মানুষের প্রতিদিন দুর্ভোগ হচ্ছে। এর থেকে আমরা প্রতিকার চাই।পশ্চিম মাদ্রা গ্রামের বাসিন্দা কাদের সরদার বলেন, আমাদের এলাকার কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দক রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পানি জমে রয়েছে বেশকিছু স্থানে। এতে ঝুঁকি বেড়েই চলছে। এলাকাবাসীর সবার দাবি, দ্রুত এখানে একটি পাকা সড়ক নির্মাণ করা হোক।
ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড-এর ইউপি সদস্য অজেদ বেপারী বলেন, আমাদের এলাকার দেলোরবাজার-দর্শনা সড়কটির বেশির ভাগ স্থানের বেহাল দশা। বিষয়টি বার বার বিভিন্ন অফিসে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। দ্রুত এটি মেরামত করা প্রয়োজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, উপজেলা ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ সড়কগুলো পরিদর্শন করা হবে। জনদুর্ভোগ কমাতে তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামত করা হবে।
মাদারীপুরের ডাসার উপজেলার দেলোরবাজার-দর্শনা সড়কটির মাইজপাড়া থেকে বাদামতলা ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের খুবই করুণ অবস্থা। কাঁচা রাস্তার সঙ্গে যতটুকু ইটের সোলিং রয়েছে তাতেও সৃষ্টি হয়েছে খানাখন্দক। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়।
এদিকে সদর উপজেলার পশ্চিম মাদ্রা থেকে ঘুনঘারকুল ৬ কিলোমিটার এলাকার পুরোটাই মাটির রাস্তা। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে ভ্যান ও ইজিবাইক চলাচল। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি। গ্রামীণ অধিকাংশ সড়কেরই একই অবস্থা।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানালেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ পথচারী, এলাকাবাসী ও জনপ্রতিনিধি।এলজিইডি অফিস সূত্র জানায়, মাদারীপুরের ৫টি উপজেলায় ২ হাজার ৩৬ কিলোমিটার কাঁচা রাস্তা ও ইটের সড়ক রয়েছে ৪৪৯ কিলোমিটার। আর ১ হাজার ৬০৮ কিলোমিটার পাকা ও ৮১ কিলোমিটার ঢালাই সড়ক রয়েছে। এগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি।
পশ্চিম মাদ্রা গ্রামের কোহিনূর বেগম বলেন, আমাদের এলাকার রাস্তাটির খুব বাজে অবস্থা। শুকনো মৌসুমে হাঁটাচলা করা গেলেও বৃষ্টির দিকে পুরো সড়কেই কাঁদা হয়ে যায়। এতে চলাচলের আর কোন অবস্থাই থাকে না। জরুরিভিত্তিতে এখানে একটি পাকা সড়ক প্রয়োজন।
ঝাউদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. আসাদ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমাদের এলাকার সড়কটির কোন উন্নয়ন হয়নি। ডিজিটাল যুগে এমন কাঁচা রাস্তা থাকে এটা আমাদের বোধগম্য নয়। একটি পাকা সড়কের জন্য এলাকায় হাজার হাজার মানুষের প্রতিদিন দুর্ভোগ হচ্ছে। এর থেকে আমরা প্রতিকার চাই।পশ্চিম মাদ্রা গ্রামের বাসিন্দা কাদের সরদার বলেন, আমাদের এলাকার কাঁচা সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দক রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পানি জমে রয়েছে বেশকিছু স্থানে। এতে ঝুঁকি বেড়েই চলছে। এলাকাবাসীর সবার দাবি, দ্রুত এখানে একটি পাকা সড়ক নির্মাণ করা হোক।
ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড-এর ইউপি সদস্য অজেদ বেপারী বলেন, আমাদের এলাকার দেলোরবাজার-দর্শনা সড়কটির বেশির ভাগ স্থানের বেহাল দশা। বিষয়টি বার বার বিভিন্ন অফিসে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। দ্রুত এটি মেরামত করা প্রয়োজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, উপজেলা ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গ্রামীণ সড়কগুলো পরিদর্শন করা হবে। জনদুর্ভোগ কমাতে তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামত করা হবে।