সিলেট, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে পালিয়ে আসা মাদক সম্রাট’ বুনিয়া সোহেলসহ ১৫ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্র ও বৃহস্পতিবার (১ নভেম্বর ও ৩১ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটের দাড়িয়াপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা বুনিয়া সোহেলসহ আরও ৫ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারদের মধ্যে আরও রয়েছে আমির হাসান হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭) , জামাল হোসেন (২৯) ও মোছা. শাহিনুর। তারা সবাই রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা।
ওইদিন দুপুরে হবিগঞ্জের মাধবপুর সায়হাম ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের আরও ৭ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারদের মধ্যে রয়েছে জেনেভো ক্যাম্পের নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), বানু বেগম (৫০) ও সাবিক হাসান (২০)।এদিকে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের ৩ বাসিন্দাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতাররা হলো আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতার সব আসামিদের ঢাকা মোহাম্মদপুর থানায় পাঠানো হয়েছে।
শুক্র ও বৃহস্পতিবার (১ নভেম্বর ও ৩১ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটের দাড়িয়াপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা বুনিয়া সোহেলসহ আরও ৫ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারদের মধ্যে আরও রয়েছে আমির হাসান হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭) , জামাল হোসেন (২৯) ও মোছা. শাহিনুর। তারা সবাই রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা।
ওইদিন দুপুরে হবিগঞ্জের মাধবপুর সায়হাম ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের আরও ৭ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারদের মধ্যে রয়েছে জেনেভো ক্যাম্পের নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), বানু বেগম (৫০) ও সাবিক হাসান (২০)।এদিকে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের ৩ বাসিন্দাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতাররা হলো আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতার সব আসামিদের ঢাকা মোহাম্মদপুর থানায় পাঠানো হয়েছে।