জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের আগুনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অযথাই নানা ইস্যু তৈরি করা হচ্ছে। এর পেছনে নতুন কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
শনিবার বিকেলে রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রয়াত সাবিহউদ্দিন আহমেদ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শেষে জাতীয় পার্টি ইস্যুতে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধী হলে আইন তার বিচার করবে। অথচ অযথাই ইস্যু তৈরি হচ্ছে। চক্রান্ত যাই হোক, বিএনপি মাঠে থেকেই তা প্রতিহত করবে।
এদিকে একই দিন বিকেলে রাজধানীর তেজকুনি পাড়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করেছে তেজগাঁও থানা বিএনপির নেতাকর্মীরা। এতে উপস্থিত হয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, কোনো রাজনৈতিক দল অপরাধী হলে আইনিভাবে তার বিচার হোক। অফিসে হামলা বিএনপি সমর্থন করে না।