রামগঞ্জে ৪টি পেঁয়াজের আড়ৎ এবং ৩টি মুদি ব্যবসায়িকে ২লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(১১ডিসেম্বর)রামগঞ্জ উপজেলা সহকারী(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন। সোনাপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা পন্য ক্রয়-বিক্রয়ের সঠিক মূল্য তালিকায় দোকানে না ঝুলানো কারণে এ
জরিমানা করেছেন ভ্রাম্যামান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানিয়েছেন কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী পৃথক পৃথক মামলায়, ব্যবসায়ী ইউসুফ হোসেন কে (২০)হাজার টাকা,আবুল হোসেন (২০)হাজার টাকা, খালেক মাষ্টার(২০)হাজার টাকা, দিলিপ কুমার বনিক কে (২০)হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রামগঞ্জ বাজারের
মুদি ব্যবসায়ী রশিদ পাটোয়ারীর কে (৫০)হাজার টাকা ও সোনাপুর মেসার্স শাহাদাত এন্ড ব্রাদাস কে পেঁয়াজের মেমোতে রসুনের দাম লেখায়(৫০)হাজার টাকা ও আরও একটি মুদি ব্যবসায়ীকে একই অপরাধে (৩০)হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ উল্লেখ গত বৃহস্পতিবার ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে রামগঞ্জ বাজারে এক রাতের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ৭০ থেকে ৮০ টাকা।গত শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলে মহুর্তে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৯৫ টাকা থেকে ২০০ টাকায়৷ বিক্রি করেছে ব্যবসায়ীরা।
জরিমানা করেছেন ভ্রাম্যামান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানিয়েছেন কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী পৃথক পৃথক মামলায়, ব্যবসায়ী ইউসুফ হোসেন কে (২০)হাজার টাকা,আবুল হোসেন (২০)হাজার টাকা, খালেক মাষ্টার(২০)হাজার টাকা, দিলিপ কুমার বনিক কে (২০)হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রামগঞ্জ বাজারের
মুদি ব্যবসায়ী রশিদ পাটোয়ারীর কে (৫০)হাজার টাকা ও সোনাপুর মেসার্স শাহাদাত এন্ড ব্রাদাস কে পেঁয়াজের মেমোতে রসুনের দাম লেখায়(৫০)হাজার টাকা ও আরও একটি মুদি ব্যবসায়ীকে একই অপরাধে (৩০)হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ উল্লেখ গত বৃহস্পতিবার ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে রামগঞ্জ বাজারে এক রাতের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে অন্তত ৭০ থেকে ৮০ টাকা।গত শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলে মহুর্তে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৯৫ টাকা থেকে ২০০ টাকায়৷ বিক্রি করেছে ব্যবসায়ীরা।