বিনোদন রিপোর্ট/ হামিদা আক্তার তিশা:
সঙ্গীত আমার প্রেম,ছোটবেলা থেকেই গান ভালোবাসি।আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই। কথাগুলো সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক হাসানের।
যিনি গানের মাধ্যমে ইতিমধ্যে গান গেয়ে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। নাম পলক হাসান, পুরো নাম সুমন আহমেদ পলক, জন্ম ও বেড়ে উঠা ঢাকার অদূরে কেরানীগঞ্জ জেলার আগানগরে।
ছোটবেলা থেকেই গান পাগল এই মানুষটি স্কুল জিবনে বিভিন্ন প্রোগ্রামে গান করে সুনাম কুড়িয়েছেন, স্বপ্ন ছিল বড় হয়ে জনপ্রিয় কন্ঠ শিল্পী হবেন।
বর্তমানে সফল এই কণ্ঠশিল্পীর ঝুলিতে যোগ হয়েছে নিজের গাওয়া প্রকাশিত প্রায় ত্রিশটি মৌলিক গান ও প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো ত্রিশটি গান।
এছাড়া পলক হাসানের সুরে দেশের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীদের কন্ঠে শতাধিক মৌলিক গান প্রকাশ পেয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে বেশ জনপ্রিয়তা।
২০১৮ ইং সালে ময়নারে শিরোনামের একটি সলো গানের মাধ্যমে সঙ্গীতাঙনে আত্মপ্রকাশ করেন পলক হাসান, প্রকাশের পর গানটি প্রায় সাতকোটি শ্রোতাদর্শকের ভালোবাসা কুড়িয়েছে। এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায়।
গানটির গীতিকার ছিলেন ইমদাদ সুমন,সুরকার হিসেবে ছিলেন এমআই মাসুম, গানটি সিডি চয়েজ মিউজিকে প্রকাশ পায়, এবং এই গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে নিজের শক্ত অবস্থান জানান দেন এই শিল্পী।
এছাড়া গানের মাধ্যমে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে চয়ন্তিকা প্রকাশনা সম্মাননা পেয়ছেন পলক হাসান। এবং বর্তমানে বিভিন্ন স্টেজে নিয়মিত গান করেন তিনি। পাশাপাশি নিজের রেকর্ডিং স্টুডিওতে ব্যস্তসময় পার করছেন।
পলক হাসানে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে,ময়নারে, ময়নারে ২,সখি তোর মনটা ভালো না,ময়নারে ৩,ইশ্বর যদি ভালোবাসা না বানাতো ও কালা হইলো ভিষন জ্বালা গানগুলো অন্যতম।
চলতি বছর পলকের কালা হইলো ভিষন জ্বালা গানটি বেশ জনপ্রিতা পায়, গানটি একমাসে এককোটি মানুষের ভালোবাসা সহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে।
এছাড়া চলতি সপ্তাহে 'ইশ্বর যদি ভালোবাসা না বানাতো' শিরোনামের একটি সলো গান মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ পেয়েছে, গানটিতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ ও আনজুমান মেহজাবিন।
গান নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে এই শিল্পী আরো বলেন,যতদিন বেঁচে আছি সঙ্গীতের সাথে থাকতে চাই,গানই আমার জিবন গানই মরন,গানের মাধ্যমে সারা বিশ্বে বিচরণ করতে চাই,সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।