বিনোদন রিপোর্ট/ এসএম সোহেল: আমি একজন গান পাগল মানুষ,বাংলা গানকে বিশ্বের সব দেশে ছড়িয়ে দিতে চাই, সেই স্বপ্নে কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে ই সাউন্ড মিউজিকের মাধ্যমে দেশের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীদের নিয়ে আমার প্রযোজনায় দেড় শতাধিক বাংলা গান প্রকাশ করেছি, যার মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে বেশ জনপ্রিয়তা। কথাগুলো সময়ের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ই সাউন্ড মিউজিক কর্ণধার নকিব সোহাগের। দ্যা ডেইলি ট্রাইবুনালের সাথে একান্ত আলাপকালে তিনি গান নিয়ে নিজের স্বপ্ন ও বাস্তবতার কথাগুলো জানালেন। নাম তার মোঃ নকিব সোহাগ। কুমিল্লা জেলার রামারবাগ গ্রামে বেড়ে ওঠা এই মানুষটি পেশায় একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই গানের প্রতি তার অন্যরকম এক ভালোলাগা এবং ভালোবাসা ছিল, ছেলেবেলায় বন্ধুদের আড্ডা কিংবা পড়ন্ত বিকেলে যা কিছুই হোকনা কেনো তার সাথে বাড়তিমাত্রা যোগ করতো তার পছন্দের গান। পরবর্তীতে গানের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই 'ই-সাউন্ড মিউজিক' নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এপর্যন্ত তার প্রযোজনা প্রতিষ্ঠান 'ই -সাউন্ড মিউজিক' এর ব্যানারে প্রকাশিত হয়েছে প্রায় দেড় শতাধিক গান। অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে আরো অর্ধশত বাংলা গান। 'ই সাউন্ড মিউজিক' এর প্রযোজনায় বেশ কিছু গান জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গান, রোহান রাজের কথা,সুর ও সঙ্গীতায়োজনে সুকুমার বাউলের কন্ঠে "মানুষ বড়ই স্বার্থপর",মনি চৌধুরী,এবং আকাশ মাহমুদের, "সোনা বউ" গগন সাকিবের "একলা প্রবাসে" তোশিবা এবং সজীব শানের "মন মিললে মেলা" সুমি সবনমের "কাম সারছে" এবং শারমিন আক্তারের "ভাইঙ্গা দিয়া মনের বাড়ি" সহ আরো অসংখ্য গান সোশ্যাল প্লাটফর্মে ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। গান নিয়ে কেন এই পথচলা জানতে চাইলে নকিব সোহাগ বলেন, গান নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আমার স্বপ্নকে অনেক বড় করতে চাই। আমি চাই নতুন এবং পুরাতন সকল শ্রেণীর গীতিকার, সুরকার, এবং সংগীত শিল্পীদের সাথে নিয়ে এগিয়ে যেতে। 'ই-সাউন্ড মিউজিক' সবার। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যেই 'ই-সাউন্ড মিউজিক' ১ মিলিয়ন (১০ লক্ষ) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। তিনি আরো বলেন, 'ই-সাউন্ড মিউজিক'র সাথে শুরু থেকে এখন পর্যন্ত যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দর্শকদের প্রতি যারা আমাদের প্রকাশিত গানগুলোকে এত ভালবাসা দিয়েছেন। দর্শকের ভালোবাসা ছিল বলেই 'ই-সাউন্ড মিউজিক' আজকের এই অবস্থানে আসতে পেরেছে। এছাড়া 'ই-সাউন্ড মিউজিক' কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেনা বরং ভালো কাজ দর্শকদের উপহার দিয়েই আরো সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই পথ চলায় সবাইকে 'ই-সাউন্ড মিউজিক'র পাশে চাই এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।