রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
বুধবার সকালে তার রিমান্ড শুনানিতে এই আদেশ দেয়া হয়। এছাড়া উত্তরার থানার আলাদা আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অ্যাড মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর দুই দিনের রিমান্ড দেন বিচারক। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ড দেয়া। একই সঙ্গে তার ছেলে সৈকতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার আলাদা তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার সকালে তার রিমান্ড শুনানিতে এই আদেশ দেয়া হয়। এছাড়া উত্তরার থানার আলাদা আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় অ্যাড মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর দুই দিনের রিমান্ড দেন বিচারক। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের তিন দিনের রিমান্ড দেয়া। একই সঙ্গে তার ছেলে সৈকতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার আলাদা তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লা সলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।