ব্রাজিলের সুপ্রিম কোর্টের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন ওই ব্যক্তি। এদিকে জি-২০ সম্মেলনের আগে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন পরেই জি-২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে নেতারা উপস্থিত হবেন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে। এই ঘটনায় সম্মেলনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, বুধবার সন্ধ্যায় কোর্ট ভবনের বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কয়েক সেকেন্ড পরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কোর্টের সামনে, সেখানেই মরদেহটি পড়ে ছিল।
ফেডারেল ডিস্ট্রিক্টের ভাইস গভর্নর সেলিনা লিও বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছাকাছি তার একটি গাড়ি ছিল; সেটিতেও বিস্ফোরণ ঘটান তিনি।
পুলিশ ঘটনাটি তদন্ত করতে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী রোবটসহ একটি বোমা স্কোয়াড মোতায়েন করেছে ঘটনাস্থলে।
এদিকে আদালত এক বিবৃতিতে বলেছেন, কোর্টের বিচারপতিদের একটি পূর্ণাঙ্গ অধিবেশন শেষ হওয়ার পরই বিস্ফোরণটি ঘটে। এরপর তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়।