আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে। এই ম্যাচে নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একাদশ কেমন হতে পারে, তা নিয়ে চলছে বেশ আলোচনা। তবে একাদশ সাজানোর কাজটা একটু সহজ করে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।শুধু রোহিত শর্মা নয়, এই ম্যাচে পেসার মোহাম্মদ শামিকে পাবে না ভারত। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। এছাড়া বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের এই ম্যাচে পাচ্ছে না টিম ইন্ডিয়া। জনপ্রিয়া ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী একাদশ সাজানোর কাজটা সহজ করে দিয়েছেন অনেকটাই। তিনি নিজেই বলে দিয়েছেন, কাকে কাকে একাদশে নেয়া যেতে পারে।
রোহিতের বদলে ওপেনিং করবেন কে? শাস্ত্রী অবশ্য বলেছেন শুভমান গিলের কথা। তার সঙ্গে অভিমন্যু ইশ্বরন কিংবা যশশ্বী জয়সওয়ালও বিকল্প হতে পারে। তবে শাস্ত্রীর মতে, পার্থের উইকেটে শুভমান গিল হতে পারে ওপেনিংয়ে সেরা চয়েজ। শাস্ত্রী বলেন, ‘আপনি শুভমান গিলকে উপরে খেলাতে পারেন। ও (গিল) এর আগেও অস্ট্রেলিয়ায় ওপেন করেছেন। অন্যথায় আপনাকে একটি বিকল্প খুঁজতে হবে। ইশ্বরন এতটা ভালো করেননি (অস্ট্রেলিয়ায় ভারত ‘এ’ দলের হয়ে)।’
বরি শাস্ত্রী বলেন, একজন কোচ হিসেবে আমি সবসময় ফুটওয়ার্ক দেখতাম। কিছু কিছু সময় রান গুরুত্বপূর্ণ নয়, কিন্তু খেলোয়াড় যদি ভালোভাবে মুভ করে, যদি পা সুন্দরভাবে নড়াচড়া করে, এবং আপনি তার খেলাটি যদি বুঝতে চেষ্টা করেন যে, সেই (যেখানে খেলা হবে সেখানকার কন্ডিশন) অবস্থার জন্য ঠিক আছে কি না, তখন তাকে আপনি বাছাই করতে পারেন। আমি তাদের নেটে বাজপাখির মতো দেখতাম। ব্যাটার এবং বোলার হিসেবে আমার কাছে ছন্দ গুরুত্বপূর্ণ।’
উইকেটকিপার-ব্যাটার হিসেবে রিশভ পন্তের নামটাই আগে আসবে। শাস্ত্রী বলেন, আমি মনে করি, সে (পন্ত) খুব সহজেই একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারে। যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো তার মেজাজ। চাপের মধ্যে অনেক খেলোয়াড়কে আপনি সংগ্রাম করতে দেখবেন। আপনি তাদের অস্থির হতে দেখবেন, কিন্ত এক্ষেত্রে সে (পন্ত) আলাদা।’
স্পিনার হিসেবে ওয়াসিংটন সুন্দর হতে পারে ভারতের তুরুপের ত্রাস। এছাড়া বুমরাহ’র সঙ্গে পেস অ্যাটাকে শাস্ত্রীর পছন্দ মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপকে। ‘আমি মনে করি, যে তিন জনকে সরাসরি বেছে নেবো তারা হলেন- আকাশ, সিরাজ এবং বুমরাহ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে রবি শাস্ত্রীর একাদশ: শুভমান গিল, যশশ্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, রিশভ পন্ত, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াসিংটন সুন্দর, নীতেশ রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজ।
রোহিতের বদলে ওপেনিং করবেন কে? শাস্ত্রী অবশ্য বলেছেন শুভমান গিলের কথা। তার সঙ্গে অভিমন্যু ইশ্বরন কিংবা যশশ্বী জয়সওয়ালও বিকল্প হতে পারে। তবে শাস্ত্রীর মতে, পার্থের উইকেটে শুভমান গিল হতে পারে ওপেনিংয়ে সেরা চয়েজ। শাস্ত্রী বলেন, ‘আপনি শুভমান গিলকে উপরে খেলাতে পারেন। ও (গিল) এর আগেও অস্ট্রেলিয়ায় ওপেন করেছেন। অন্যথায় আপনাকে একটি বিকল্প খুঁজতে হবে। ইশ্বরন এতটা ভালো করেননি (অস্ট্রেলিয়ায় ভারত ‘এ’ দলের হয়ে)।’
বরি শাস্ত্রী বলেন, একজন কোচ হিসেবে আমি সবসময় ফুটওয়ার্ক দেখতাম। কিছু কিছু সময় রান গুরুত্বপূর্ণ নয়, কিন্তু খেলোয়াড় যদি ভালোভাবে মুভ করে, যদি পা সুন্দরভাবে নড়াচড়া করে, এবং আপনি তার খেলাটি যদি বুঝতে চেষ্টা করেন যে, সেই (যেখানে খেলা হবে সেখানকার কন্ডিশন) অবস্থার জন্য ঠিক আছে কি না, তখন তাকে আপনি বাছাই করতে পারেন। আমি তাদের নেটে বাজপাখির মতো দেখতাম। ব্যাটার এবং বোলার হিসেবে আমার কাছে ছন্দ গুরুত্বপূর্ণ।’
উইকেটকিপার-ব্যাটার হিসেবে রিশভ পন্তের নামটাই আগে আসবে। শাস্ত্রী বলেন, আমি মনে করি, সে (পন্ত) খুব সহজেই একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে পারে। যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো তার মেজাজ। চাপের মধ্যে অনেক খেলোয়াড়কে আপনি সংগ্রাম করতে দেখবেন। আপনি তাদের অস্থির হতে দেখবেন, কিন্ত এক্ষেত্রে সে (পন্ত) আলাদা।’
স্পিনার হিসেবে ওয়াসিংটন সুন্দর হতে পারে ভারতের তুরুপের ত্রাস। এছাড়া বুমরাহ’র সঙ্গে পেস অ্যাটাকে শাস্ত্রীর পছন্দ মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপকে। ‘আমি মনে করি, যে তিন জনকে সরাসরি বেছে নেবো তারা হলেন- আকাশ, সিরাজ এবং বুমরাহ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে রবি শাস্ত্রীর একাদশ: শুভমান গিল, যশশ্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, রিশভ পন্ত, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা কিংবা ওয়াসিংটন সুন্দর, নীতেশ রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজ।