রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠেছে এলাকাটি। বাস ভাঙচুরের ওই ঘটনাটি গিয়ে সিটি কলেজের শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এখন পরিস্থিতি এমন যে, পুলিশ-সেনাবাহিনী গিয়েও তা নিয়ন্ত্রণ হিমশিম খাচ্ছে। শেষতক পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বুধবার বেলা তিনটার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই ঘটনার শুরু। তখন থেকে মিরপুর সড়কে যান চালাচল বন্ধ। সংঘর্ষ এখনও চলছে। সরেজমিন, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় সিটি কলেজে ঢিল ছুড়ে ভাঙচুর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সোস্যালে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একাধিক ভিডিওতে দেখা গেছে, দুই পক্ষের কিছু তরুণ ইট-পাটকেল নিক্ষেপ করছেন। একই সঙ্গে অবরোধ করে রাখা হয়েছে মিরপুর সড়ক। ভিডিওগুলোতে কোনো প্রকার যান চালাচল করতে দেখা যায়নি। এদিকে মঙ্গলবার বন্ধের পর বুধবার খুলেছে রাজধানীর অন্যতম বাণিজ্যিক ও ব্যস্ত এলাকাটি। সৃষ্ট পরিস্থিতিতে অসহনীয় যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। এরই মধ্যে গোঁদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে মিরপুরে। অটোরিকশার চালকদের আন্দোলনের ফলে মিরপুর ১০ নম্বর হয়ে আগারগাঁওয়ে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে।