টাঙ্গাইলে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং আরও দুই জন হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদেরও মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদেরও মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।