গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দেবেন জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে।
শনিবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সংবিধান সময়োপযোগী নয় দাবি করে বিজেপি চেয়ারম্যান প্রস্তাব দেন- সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী মুহাম্মদ ( সা.) কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন।এসময় আওয়ামী লীগের কড়া সমালোচনা তিনি বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো অধিকার নেই।
সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই কেবল সংবিধান সংশোধন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সংবিধান সময়োপযোগী নয় দাবি করে বিজেপি চেয়ারম্যান প্রস্তাব দেন- সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী মুহাম্মদ ( সা.) কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন।এসময় আওয়ামী লীগের কড়া সমালোচনা তিনি বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো অধিকার নেই।
সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই কেবল সংবিধান সংশোধন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।