লক্ষ্যটা খুব বড় ছিল না, ক্রেগ আরভিনের দল ২০৫ রান তুলতেই সব কটি উইকেট হারিয়ে ফেলে। ছোট এই সংগ্রহের জবাব দিতে নেমেই ‘কাঁপাকাঁপি’ শুরু হয়ে যায় পাকিস্তানের। ৫৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাবর আজমবিহীন মোহাম্মদ রিজওয়ান বাহিনী।
৬ উইকেট হারানোর পর পাকিস্তান স্কোর বোর্ডে আর ২ রান তুললে বুলাওয়েতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার নামগন্ধ মিলেনি বলে ডিএল মেথডে ৮০ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।
পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। দুই ওপেনারকেই ফেরান তিনি। আবদুল্লাহ শফিক ১ ও সাইম আয়ুব ১১ রান করেন। ১৭ রানে কামরান গুলাম শিকার হন শন উইলিয়ামসের।
রাজা একই ওভারে আগা সালমান ও হাসিবুল্লাহ খানকে তুলে নেন। সালমান এলবিডব্লিউ ও হাসিবুল্লাহ সরাসরি বোল্ড হন। ইরফান খান বোল্ড হন উইলিয়ামসের ওভারে। আশার বাতি হয়ে টিকে ছিলেন দলপতি। কিন্তু বৃষ্টির কারণে লড়াইটুকু পর্যন্ত করার সুযোগ পাননি তিনি। ৪৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান।
২০৫ রান করার পথে সর্বোচ্চ ৪৮ রান করেন রিচার্ড এনগারাভা। বাকিদের মধ্যে রাজা ৩৯, মারুমানি ২৯, উইলিয়ামস ২৩ ও ব্রায়ান বেনেত ২০ রান করেন। সালমান ও ফয়সাল আক্রাম ৩টি করে উইকেট নেন।
৬ উইকেট হারানোর পর পাকিস্তান স্কোর বোর্ডে আর ২ রান তুললে বুলাওয়েতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার নামগন্ধ মিলেনি বলে ডিএল মেথডে ৮০ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।
পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। দুই ওপেনারকেই ফেরান তিনি। আবদুল্লাহ শফিক ১ ও সাইম আয়ুব ১১ রান করেন। ১৭ রানে কামরান গুলাম শিকার হন শন উইলিয়ামসের।
রাজা একই ওভারে আগা সালমান ও হাসিবুল্লাহ খানকে তুলে নেন। সালমান এলবিডব্লিউ ও হাসিবুল্লাহ সরাসরি বোল্ড হন। ইরফান খান বোল্ড হন উইলিয়ামসের ওভারে। আশার বাতি হয়ে টিকে ছিলেন দলপতি। কিন্তু বৃষ্টির কারণে লড়াইটুকু পর্যন্ত করার সুযোগ পাননি তিনি। ৪৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান।
২০৫ রান করার পথে সর্বোচ্চ ৪৮ রান করেন রিচার্ড এনগারাভা। বাকিদের মধ্যে রাজা ৩৯, মারুমানি ২৯, উইলিয়ামস ২৩ ও ব্রায়ান বেনেত ২০ রান করেন। সালমান ও ফয়সাল আক্রাম ৩টি করে উইকেট নেন।